mojnu@ymail.com
নোয়াখালীর কোম্পানীগঞ্জের কথিত সমাজপতিদের দোররার আঘাতে ক্ষত বিক্ষত মা ও মেয়েকে আইনী সহায়তা দেবে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী। পত্র-পত্রিকায় সংবাদ দেখে রবিবার সকালে ওই সংস্থার চট্টগ্রাম বিভাগীয় ষ্টাফ ল'ইয়ার অ্যাডভোকেট নাজমুল হক, সেক্টর স্পেশালিষ্ট (এসডিপি) আবদুল মান্নান ও কর্মসূচীর সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম নির্যাতিতা মা ও মেয়েকে দেখতে ছুটে আসেন। এ সময় তারা সমাজপতিদের দোররার শিকার মা ও মেয়ের চিকিৎসার খোজ খবর নেন এবং ঔষধ কেনার জন্য নগদ টাকা প্রদান করেন। অ্যাডভোকেট নাজমুল হক বলেন, নির্যাতিতার মা ও মেয়ের মামলা ও আইনী সহয়তা দিতে তারা প্রস্তুত। এনিয়ে তাদের সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, উপজেলার চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু খাঁর বাড়িতে বুধবার গভীর রাতে ধর্ষক দুলালকে ছেড়ে দিয়ে ধর্ষিতাকে ১০১ ও তার বৃদ্ধা মাকে ১০ দোররা মেরে রক্তাক্ত করেছে কথিত সমাজপতিরা। বৃহস্পতিবার সকালে ধর্ষিতা ও তার মাকে আশঙ্কাজনক অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার লুৎফুল কবিরের নির্দেশে সদর সার্কেলের এএসপি জাবেদুর রহমানের নেতৃত্বে পুলিশ আবুল খায়ের খাঁ (৬৫), চৌধুরী মিয়া (৬৩), তাজুল ইসলাম (৪০), মানিক (৩৫) ও বেচুমিয়া (৩৫) নামে পাঁচ সমাজপতিকে গ্রেপ্তার করে।
নোয়াখালী ওয়েব নিউজ লিঙ্ক: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।