যা দেখবো তাই বিশ্বাস করবো।
একজন সুখি মানুষের হাসি। মানুষটির নাম শহর আলী। ৭১ সালে সেক্টর ৯ এর বিভিন্ন জায়গায় তিনি যুধ্দ করেছেন। তখন তার বয়স ১৮ থেকে ১৯ এর মত।
কিন্তু সে মুক্তিযোদ্ধা নয়। কারণ মুক্তি যোদ্ধাদর নয়া কিংবা পুরনো তালিকায় তার নাম ওঠে নাই। এখন বয়স আনমানিক ৬০ বছর। স`মিলে বড় বড় গাছের গুড়ি ঠেলে স্তায় তার বেতন মাত্র ৭০০ টাকা। এই টাকায় চলে তার ৭ সদস্যের পরিবার।
সে দরিদ্র কিন্তু তার পলিথিনের থলেতে জমিয়ে রাখা ১৮০০ টাকা যা সে সব সময় লুঙ্গির প্যাচের ভিতর গিট দিয়ে রাখে এবং তার এই জমানো টাকার অংকটা ১৮০০ হওয়ায় তার যে খুশির হাসি তা আমাকে মুগ্ধ করেছে। একই সাথে ঈর্ষান্বিত ও করেছে। কারণ আমরা ১,৮০,০০০ টাকা মানিব্যাগে গুজেও আমাদের মুখে হাসি থাকেনা। কারণ বড্ডবেশী চাহিদা আমাদের। ব্ড্ড বেশী দারিদ্রতা আমাদের! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।