আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রবাল চৌধুরী ও কিছু টুকরো স্মৃতি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

Click This Link গতকাল রাতেই টিভিতে খবরটি দেখেছিলাম যে প্রবাল চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছুক্ষণ আগে টিভির খবর থেকে জানতে পারলাম তিনি মারা গেছেন। প্রবাল চৌধুরী বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটি বিশেষ স্থান দখল করে আছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন তিনি।

বহু চলচিত্রের গানে তিনি কন্ঠ দিয়েছেন। তাঁর গাওয়া আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। বাংলাদেশের অন্যান্য প্রথীতযশা সঙ্গীতশিল্পীদের মত প্রবাল চৌধুরী ততটা প্রচার পাননি, হয়তো তিনি চট্টগ্রামের বাসিন্দা তাই। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তীতে সঙ্গীতাঙ্গনে তাঁর দৃপ্ত পদচারণা এদেশের মানুষ বিশেষ করে চট্টগ্রামের সঙ্গীতপিপাষু মানুষ সবসময় মনে রাখবে। প্রবাল চৌধুরীকে নিয়ে আজকের এই পোষ্ট হয়ত আমি লিখতামনা, কারণ অনেক পরিচিত মুখই তো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, তার কয়জনকেই বা আমরা মনে রাখি।

আজ প্রবাল চৌধুরীকে নিয়ে আমি লিখছি তার একটা বিশেষ কারণ আছে। ১৯৮৮ সালের কথা, তখন আমি খুবই ছোট। বাবার অফিস থেকে একবার আমরা সবাই কক্সবাজার গিয়েছিলাম পিকনিক-এ। সেখানে একটি অনুষ্ঠানে আমি প্রবাল চৌধুরীর সাথে একই মঞ্চে বসে গান গেয়েছিলাম। কোন গানটি গেয়েছিলাম এত বছর পরে সেটা মনে পড়ছেনা।

টিভিতে যখনই প্রবাল চৌধুরীকে গাইতে দেখেছি এতদিন, আমার সেদিনের কক্সবাজারের অনুষ্ঠানের তাঁর সাথে গান গাইবার স্মৃতি মনে পড়ে যেত। আর আজ তো এই মানুষটিই লোকচক্ষুর আড়ালে চলে গেলেন। অসাধারণ গুণী এই শিল্পীর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.