আজ রাত ১ টায় (রাত ১২ টার পরতো নতুন দিন শুরু হয়) অনুর্ধ ২০ বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল বনাম ঘানার ফাইনাল খেলাটি দেখছিলাম। খেলা শুরু হওয়ার ১০ মিনিট পর শুরু হল ব্জ্রপাত। সেই সাথে বৃষ্টি। একটু পর বিদ্যুৎ চলে যায়। আর বিরতিহীন ব্জ্রপাততো চলছিলই।
কোনো থামাথামি নাই। বিদ্যুৎ আসে ১টা ৫০ এর দিকে। তখন প্রথমার্ধের খেলা শেষ। ওই দিকে বজ্রপাত চলছেই। থামার কোনো লক্ষণ নাই।
একটানা প্রায় ২ ঘন্টা চলেছিল বজ্রপাত। বজ্রপাতের এক একটা শব্দ ছিল পিলে চমকে দেওয়ার মত। এরকম বজ্রপাত জীবনে দেখি নাই। আমার মাও সেই কথাই বলল। অফিসে আসার পরও দেখি সবাই এটা নিয়ে আলোচনা করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।