আমাদের কথা খুঁজে নিন

   

বস্তির শুকতারা : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Bostir Shuktara বস্তির শুকতারা শরীফ এ. কাফী ১৪ মে ১৯৯৯ শুকতারা পড়তে চায়, খুব চায় বাপ তার ভাবে ভিন্ন মা বলে তার কিছু না সব সংসারের জন্য। সকাল বিকাল দুপুর রাত মা ফিরে যায় গ্রামে লাউয়ের মাচা ডাটার ক্ষেত ফেলে এসেছিল যেখানে। একটা দুটো চাল কুমড়ো ঝোলে ছনের ঘরের চালে কেপে কেপে নেমে আসে ঢেকির পারে তালে তালে। লাগাবে বরোমাসী আমের জাত পুকুর পাশে রাস্তার ঢালে ঝড় বুষ্টি নামলে এবার দুধ দোয়াবে নিজের গোয়ালে।

স্বপ্নের পর স্বপ্ন সাজিয়ে মা অন্য রকম বাচার স্বপ্ন দেখে শুকতারার বাপ স্বপ্ন বোঝে না শুধু টাকাই গুণতে জানে। বাশবাড়ী বস্তি বাশ আর তক্তায় পুকুরের উপর সাজানো পাটাতনে আগন্তকের আনাগোনা অমাবশ্যা পুর্নিমায় পাটাতন কাপে সবাই জানে। ঢাকার বস্তি, শুকতারা পড়তে চায় যেতে চায় সমনে বহু দুরে জানতে চায়, এনজিও স্কুল কী শিখবে পড়ে শেখানে! পরের বাসার রান্নার হাড়ি মাজতে মাজতে শুকতারার হাতে পড়েছে কড়া জানে না সে স্কুল যাওয়া হবে কী জীবনে। বাড়ীওয়ালী রহিম সাহেবের বউ এর মত প্রতিদিন ভোরে শুকতারা স্বপ্ন দেখে, পড়তে চায় সেও এক দিন প্রতিদিন অফিস যাবে। রহিম সাহেবের বউ এর মতো সেও বের হয় লাল টীপ ব্যাগ হাতে শুধু জানে না কবে শুরু হ’ল যাতায়াত চন্দ্রিমা উদ্যানের নীল আলো আধারিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.