আমাদের কথা খুঁজে নিন

   

বস্তির ছেলে



'স্লামডগ মিলিয়নেয়ার' মুভিটার কথা মনে আছে? অস্কারে অনেকগুলো পুরস্কার জেতা এ ভারতীয় চলচ্চিত্রের জামাল ও সেলিমের চরিত্রের কথাও তাহলে মনে আছে নিশ্চয়ই! 'বস্তি' থেকে উঠে এসে 'মিলিয়নেয়ার' হওয়ার চমকপ্রদ গল্প। ওটা সিনেমা। কিন্তু কথায় আছে, 'বাস্তব কখনো কখনো কল্পনাকেও হার মানায়। ' তার প্রমাণ বলতে পারেন স্বঘোষিত 'বস্তির ছেলে' কেভিন প্রিন্স বোয়াটেংকে! অবাক হলেন? হওয়ারই কথা। ঘানার 'রূপকথার নায়ক' বোয়াটেং কেন নিজেকে 'বস্তির ছেলে' বলবেন? সেই ছেলেবেলা থেকেই তাঁর পায়ে পায়ে ঘোরে বিতর্ক।

'ব্যাড বয়' হিসেবে কুখ্যাতি ছিল আগে থেকেই, মাইকেল বালাকের বিশ্বকাপ শেষ করে দিয়ে তো মাতৃভূমি জার্মানির কাছে 'ইতিহাসের খলনায়ক' হয়ে গেছেন। বাবা ঘানার, মা জার্মানির। আর নিজেকে 'বস্তির ছেলে' নাম দেওয়ার পেছনেও আছে এক ইতিহাস। বার্লিনের দারিদ্র্যপীড়িত এক বস্তিতে যে তাঁর জন্ম ও ছেলেবেলা থেকে বেড়ে ওঠা! দ্বৈত নাগরিকত্বের সূত্রে জার্মানি ও ঘানা_দুই দেশই তাঁর। সৎভাই জোরোমে বোয়াটেং জার্মানির হয়েই এ বিশ্বকাপে খেলছেন।

কেভিনও অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক দল থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত জার্মানির হয়েই খেলেছেন ৪১টি ম্যাচ। কিন্তু সিনিয়র দলের কোচ জোয়াকিম লোর সুনজর পাননি ওই ব্যাড বয় পরিচয়ের কারণেই। কিন্তু মাঠের বাইরের জীবন আর ভেতরের জীবন যে এক নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ঘানার প্রতিপক্ষরা। বিশ্বকাপে তাদের স্বপ্নযাত্রার অন্যতম রূপকার এখন ২৩ বছরের এ প্লে-মেকার। এখন জাতীয় বীর।

শুধু কি তা-ই! পরশু রাতের ম্যাচের পঞ্চম মিনিটে তাঁর করা চোখজুড়ানো গোলেই যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দিয়েছে ঘানা। জার্মানি যে ভুল করেছে বোয়াটেংকে দলে না নিয়ে, তা করেননি ঘানার কোচ মিলোভান রাজেভিচ। বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলে বোয়াটেংকে রেখে চমকে দিয়েছিলেন সবাইকে। তখনো ঘানার হয়ে খেলার জন্য ফিফার সঙ্গে বোয়াটেংয়ের নাগরিকত্বের আনুষ্ঠানিকতাই যে শেষ হয়নি! এরপর ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়ে 'ব্ল্যাক স্টার'দের মধ্যমাঠের 'প্রাণ' হয়ে উঠেছেন। টুর্নামেন্টের চার ম্যাচসহ দারুণ দাপটে খেলে ফেলেছেন ক্যারিয়ারের পাঁচ ম্যাচ।

গোল ওই একটাই। নৈপুণ্য, স্প্রিন্টারের মতো গতি, মাঠে সারাক্ষণ সজাগ, শারীরিক কাঠামোতে দারুণ শক্তপোক্ত। আর কী লাগে? আর কিছু লাগে না বলেই আফ্রিকার পতাকা কাঁধে ঘানা ওই মহাদেশের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে। 'ব্ল্যাক স্টার'দের এই প্রথম অর্জনের অন্যতম নায়ক জার্মানির বদলে ঘানার ইতিহাসের পাতায়। জোয়াকিম লো কিংবা জার্মানিরা যাকে 'গণশত্রু' হিসেবে দেখে, সেই বোয়াটেং আর তাদের নয় বলে কি 'নীল রক্ত'র দেশটিকে আক্ষেপে পোড়াচ্ছে না!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.