আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কর্ণফুলী পেপার মিল

ফেসবুক আইডি:নাই

কাপ্তাইয়ে অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিল বন্ধ করে দেয়ার প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের সঙ্কট মোকাবেলা এবং বিদ্যুৎকেন্দ্র ও সার-কারখানায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গত সপ্তাহে পেট্রোবাংলার চেয়ারম্যানের এ সংক্রান্ত এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় সাময়িকভাবে কর্ণফুলী পেপার মিল বন্ধ রাখার উদ্যোগ নিচ্ছে। এ পেপার মিলের উৎপাদন বন্ধ করা হলে এতে এ কারখানার দৈনিক ৫০ লাখ টাকা ক্ষতি হবে বলে। দৈনিক ১১০ মেট্রিক টন কাগজ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পেপার মিল চালু রাখতে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ গ্যাস সঙ্কটের কারণে স্থানীয় বিদ্যুৎকেন্দ্র ও সার-কারখানায় স্বাভাবিক গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।

তাই সাময়িকভাবে কর্ণফুলী পেপার মিলে গ্যাস সরবরাহ বন্ধ রেখে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয়ের মাধ্যমে ওই গ্যাস চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ও রাউজান তাপ-বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের প্রস্তাব করেছে পেট্রোবাংলা। চট্টগ্রামের গ্যাস সরবরাহ সীমাবদ্ধতার মধ্যে সিইউএফএলকে দৈনিক ৪৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে চট্টগ্রামের রাউজান ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে। অন্যদিকে রাউজান ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলে চট্টগ্রামে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা রয়েছে। রাউজান বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু রাখতে হলে দৈনিক ২৫ মিলিয়ন সিইউএফএল ও রাউজান বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। এতে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সার উৎপাদনে জটিলতা দূর হবে এবং কৃষি মৌসুমে সারের কোনো সঙ্কট হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.