আমাদের কথা খুঁজে নিন

   

তুমি পরাজিত হবে আমাতে



ভালবাসো? কতখানি? কত মুহুর্তের সমষ্টিতে? আমি বুঝতে পারিনা, বুঝে উঠতে পারিনা। কত শকুনের লোলুপ দৃষ্টি তোমার বসনের দিকে, তুমি নির্বাক সবলতায় পরিপূর্ণ হতে এখনও অনেক দেরি। তুমি কি আমার মতই বোঝনা? নাকি বুঝতে চাওনা? দূর অন্ধকারে হারিয়ে যাও, খুঁজে নাও অকালপক্কের ভালবাসা। ছায়াকে সনাক্ত করা বড্ড কঠিন! তাই বলে হেরে যাব? হারতে আসিনি আজ, হারাতে এসেছি তোমায়। তুমি পরাজিত হবে, লজ্জায় নত হবে আমাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।