আমাদের কথা খুঁজে নিন

   

ডুবে আছি সোলসের পুরোনো গানের মাঝে

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ডুবে আছি সোলসের পুরোনো গানের মাঝে.... হঠাৎ করেই সোলসের পুরোনো গান গুলো শোনার শুরু ...একসময়ের খুব জনপ্রিয় এই ব্যান্ডের অজস্য শ্রোতা প্রিয় গান আছে । আর সোলসের সাথে কাজ করেছেন সেই হ্যাপী আকন্দ, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু থেকে শুরু করে অনেকেই (সবার নাম জানা নেই, কারো জানা থাকলে শেয়ার করুন ।) গান গুলো শুনতে গিয়ে যে মজা পাচ্ছি সেটি হলো এই গানগুলো যে সময় গুলোতে বেশি শোনা হতো সেই সময় গুলোর স্বাদ... খানিকটা নস্টালজিক করে তোলে গান গুলো ... আরো মজার বিষয়টি হচ্ছে সবগুলো গানের সাথেই কোন না কোন স্মৃতির সম্পর্ক... ১. মন শুধু মন ছুয়েছে- শৈশবে দেখা কোন একটি ধারাবাহিক নাটক(নাম মনে করতে পারছিনা, মানস চৌধুরী, লুৎফর নাহার লতা, মেঘনা অভিণীত কোন একটি ধারবাহিক নাটক )এর লোম খাড়া কারা শৈশবের স্মৃতির আনাগোনা শুরু হয়, খুবই সতেজ যেন সেই স্মৃতি গুলো । ২.ভুলে গেছো তুমি- প্রেম এর প কিংবা বিরহের ব বোঝার আগেই খুব পচ্ছন্দের গান । খুব মন খারাপ করা গানটা শুনলে আমার্ও খুব মন খারাপ হতো !! ৩. এই মুখরিত জীবনের... সেই শৈশব ৪.সাগরেরও ঐ প্রান্তরে... ও সাধারণ একটা গান ৫. এই নীল মনিহার.. ৬.ভালোবাসি ওই সবুজ মেলা.. ৭. সারারাত জেগে... ৮. সুখ পাখি.. ৯.দরগায় মোম গিলে কি হবে.. ১০. আমার যে ভালোবাসি সোনার বাংলাকে.. ১১. ভুলে গেছো তুমি- ১২. দুঃখ আমার চির সাথী-প্রেম এর প কিংবা বিরহের ব বোঝার আগেই এটা ও খুব পচ্ছন্দের গান ......... ১৩. তো পুতুলের মতো করে... ১৪. কেনো এমন হলো... ১৫. এই যেন সেই চোখ ১৬.কেনো এমন হয়... ১৭. অচেনা আধাঁরে কোন গান... ১৮. এমন পরিচয় ...এটা নাটকের কল্যাণে... তে এটা একেবারে কৈশোরে ... এটার টাইমিং বোধহয় ঠিক ছিল!! ১৯.চায়ের কাপেঁ হলো পরিচয়... সেই সোলসের সেই পুরোন দিনের গানে ডুবে আছি... "রাহা "

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.