গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিক...
কয়েক দিন থেকে কেন জানি খুব হিমালয় প্রীতি শুরু হয়েছে। প্রায় ই মনে হয় কাল থেকে হিমালয়ে গিয়ে থাকা শুরু করলে কেমন হয়। আমি তো আবার নিজের জিনিসপাতি ছাড়া থাকতে অভ্যস্ত না, সেই কারনে হিমালয়ে সাথে করে অনেক কিছু নিয়ে যেতে হচ্ছে।
অদূর ভবিষ্যতে সাধু হয়ে হিমালয়ে চলে যাই, আমার সাথে করে যা যা নিয়ে যাব :
১. ইন্টারনেট কানেকশন সহ আমার কম্পিউটার
২. স্যাটেলাইট কানেকশন সহ একটি প্লাজমা টিভি যাতে আর কোন চ্যানেল না থাকলেও বিটিভি, নাইনএক্সএম আর এইচবিও থাকতেই হবে!
৩. আমার মোবাইল সেট (সাথে ওয়ারিদ সীম)
৪. আমার কোলবালিশ
৫. ড্রীম থিয়েটর-এর আমার টি-শার্ট সমূহ (যদিও সাধু হয়ে গেলে এগুলো পরা যাবে কিনা কে জানে!)
৬. গোল্ড’স জীম এর বসুন্ধরা শাখা
৭. আমার বাসার টয়লেট
(শেষের দুটো কিভাবে নিয়ে যাব এখনও ঠিক করা হয়নি!)
এছাড়া আরও কিছু জিনিস বা প্রতিষ্ঠান যা নিতে পারলে হিমালয়কে মোটামুটি আস্তানা বানিয়ে ফেলা যাবে..
১. লাইভ কনসার্টের জন্য আর্টসেল ও পাওয়ারসার্জ ব্যান্ড
২. প্রথম আলো ও পিসি ওয়ার্ল্ড পত্রিকা
৩. খাজানা’র মুরগীর গ্রিল
সামনেই নতুন টার্ম। আসন্ন ভয়াবহতার ধাক্কা সামলাতেই হয়তো এতসব কিছু না নিয়ে খালি হাতেই হিমালয় রওনা হতে হবে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।