অত শত জানি না , জল খাবো পানি না।
হিমালয় (৬.৪৩)
খালিদ
অ্যালবাম - দেবী
__G______D_________C_____G
যদি হিমালয় হয়ে, দুঃখ আসে / এ হৃদয়ে, সে কিছু নয়
__G____D_____________C____G
শত আঘাতেও, নিঃস্ব যে আজ / তার আবার হারানোর ভয় (২)
G_____D__C______G
কি ভুলে আমি এত, সয়েছি যে ব্যাথা
G_____D_C____G
কি করে ভুলেছি, অতীতের কথা (২)
G___D_____C
জানতেও পারবেনা, কেউ তা
G___D_____C__(Stop)
জানতেও পারবেনা, কেউ তা।
G______D______C_______G
প্রশ্ন কোরোনা, কেন হৃদয় / দুঃখেরও হিমালয়
G______D______C_________G
প্রশ্ন কোরোনা, ভিসুভিয়াস / এ বুকে কেন জ্বলে রয় (২)
C______Am_______C________G
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে / আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত, সয়েছি ব্যাথা
কি করে ভুলেছি, অতীতের কথা (২)
জানতেও পারবেনা, কেউ তা
জানতেও পারবেনা, কেউ তা
G______D______C_________G
দল বেধে সব, দুঃখ আসে / মৌন প্রেমের সর্বনাশে
G______D_________C_______G
ভোরের শিশির, শুকোবে জেনেই / তপ্ত রোদ হাসে (২)
C______Am_______C________G
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে / আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত, সয়েছি ব্যাথা
কি করে ভুলেছি, অতীতের কথা (২)
জানতেও পারবেনা, কেউ তা
জানতেও পারবেনা, কেউ তা
যদি হিমালয় হয়ে..........পারবেনা, কেউ তা(Echo…)
// এই গানটির এমপিথ্রি ডাউনলোড করুন সরাসরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।