আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমায় ডেকেছিলে এই বর্ষায়

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

১ হাওয়ায় উড়ছে বর্ষার ওড়না।

প্রচন্ড ধুলোবালি উড়ছে। এখনি মনে হয় খুব ঝুম বৃষ্টি নামবে। নিজের উপর বর্ষার অনেক রাগ হতে লাগল। এ অসময় বর্ষা কেন বের হল ইউনিভার্সিট থেকে। আজ তো তার এমন কোন তাড়া ছিলনা।

আরও কিছুক্ষন ভার্সিট থাকলেও কিছুই তো হত না। বৃষ্টি শুরু হয়ে গেল। যাকে বলে ক্যাটস এন্ড ডগস। বর্ষা কোন রিক্সা পাচ্ছে না। পাচ্ছে না বললে ভুল হবে ।

কোন রিক্সা যেতে চাইছে না। রিক্সাওয়ালা গুলো মনে হচ্ছে গন্তেব্যে যাওয়ার চেয়ে বর্ষার ভেজা শরীর দেখেই বেশী আনন্দ পাচ্ছে। এরকম সু্যোগ তাড়া হাতছাড়া করতে চাইছে না। বর্ষার এখন কান্না পাচ্ছে। বর্ষা এমনিতেই অনেক ভীতু মেয়ে।

সে তেলাপোকা কাটার ভয়ে সায়েন্স পর্যন্ত নেয়নি। বর্ষার মনে হতে লাগল আজ তার জন্য ভয়ংকর কিছু অপেক্ষা করছে। হটাৎ একটা রিক্সা এসে দাঁড়াল বর্ষার পাশে। আচমকা বর্ষা চমকে উঠল। চিৎকার দিতে গিয়েও বর্ষা চিৎকার দিতে পারলনা।

বর্ষা পালিয়ে যেতে চাইলে খুব অবাক হয়ে লক্ষ করলা সে পালিয়ে যেতে পারছেনা। তার পা যেন আটকে গিয়েছে রাস্তার সাথে। "এই বর্ষা এই......ভিজে ভিজে তো একাকার হয়ে গিয়েছ। তাড়াতাড়ি রিক্সায় উঠে এস। " এ তো অর্ক...অর্ক বর্ষার সাথে একই ক্লাসে পড়ে।

হটাৎ বৃষ্টি নামল দেখে অর্ক তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে এসেছে। একটু আগে বর্ষা কি ভয়ই না পেয়েছিল। বর্ষার এখন লজ্জা লাগছে। তুমি কি সব পাগলামি করনা ?এরকম আকাশ দেখে কেউ বের হয়?অর্ক বর্ষা কে বল্ল বর্ষা চুপ করে থাকল। ভিজে তো একাকার হয়ে গেছ।

বর্ষা বল্ল ,অর্ক রিক্সার হুড ফেলে দেই। ভিজেই যখন গিয়েছি তখন আর কি? "আমি তো ভিজিনি। তুমি ভেজ আচ্ছা ঠিক আছে হুড ফেলে দাও। অর্ক বল্ল" বর্ষার এখন খুব ভাল লাগছে। চারিদিকে এরকম মুষোলধারে বৃষ্টি হচ্ছে।

আর তাদের রিক্সা সাই সাই করে দ্রুত গতিতে চলে যাচ্ছে। বর্ষার নিজেকে মনে হচ্ছে অতিমানবী। কি ভাবছ বর্ষা,অর্ক জিজ্ঞাসা করল। কিছু না অর্ক। তোমার কি মনে আছে আমাদের প্রথম পরিচয় কি ভাবে? হ্যা ফার্স্ট ইয়্যারে পড়ার সময়।

সেদিনও বৃষ্টি হচ্ছিল। তুমি ইউনিভার্সিটির বাসে আমার ঠিক পাশের সীটেই বসেছিলে। তোমার খুব লজ্জা করছিল সেদিন আমার পাশে। আমি তোমাকে বসতে বললাম, তখনও তুমি বসনি। তারপর যখন সীট ছেড়ে তোমাকে বসতে দিলাম তুমি তখন আমাকে বসতে বললে।

বর্ষা বলল আচ্ছা অর্ক বৃষ্টি এত সুন্দর হয় কি করে বল তো? বাসায় গেলেই বুঝবে যখন ঠান্ডা লাগবে,হাঁচি কাশি দেবে হাহাহাহা এরকম বিশ্রী করে হাসছ কেন?আমার অসহ্য লাগছে। আচ্ছা যাও আর হাসবনা। তোমার বাসা তো এসে গেছে। এখন নামবে? আমার নামতে ইচ্ছে করছে না অর্ক। আরোও কিছুক্ষন কি আমরা রিক্সায় থাকতে পারি? "না" ।

তোমার ঠান্ডা লাগবে। যাও তাড়াতাড়ি জামাকাপড় চেইঞ্জ করে নাও বর্ষা তার বাসায় নেমে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।