আমাদের কথা খুঁজে নিন

   

সমান্তরাল জীবন

ভালোবাসার হাতে পৃথিবীর সকল বিষ্ময়

অন্য জীবন প্রবাহমান সমান্তরালে বিমূর্ত জলের ক্যানভাসে - শুধু দেশ থেকে দেশে প্রকাশ্যে, গোপনে - উদ্বোলিত বন্য দুহাত মুষ্টিবদ্ধ আঘাতে আঘাতে চৌচির হাতের মানচিত্র আর তাতে সপ্রান বধ্যভূমির আবাদ তবুও উল্লসিত নগর-পথিক পথে পথে মনের পিরামিড মনে - তুখ্‌ত আমেনের অভিশাপ সেখানে থিয়েটারের গর্ভে রাজপথ উত্তপ্ত "রাজনীতি" অভিনীত কুকুর-কুকুরীর আদিম উৎসবে দুর্বল হালের পাঁজুন - রুক্ষ-শুস্ক লাঙ্গলের ফলা স্বীকৃত রায়ের বাজার - অস্বীকৃত কান্দুপট্টি তাও হাজারটা নিষ্প্রান প্রানের আবাদ সপ্রান বাংলায় - পৃথিবীতে তবুও ভাল - ভেনাসের হারানো বিজ্ঞপ্তিতে আজো ঠাই পায় এডোনিস আর্ফিউস খোঁজে ইউরিডিসকে অর্জুনের রথে সারথি হয় সুভদ্রা । এ এক অন্য জীবন প্রবাহমান সমান্তরালে - কিন্তু দারুন বিস্তৃতি কুমারী গ্রামীন জীবনের শেষে নাগরিক অরুন্ধতী ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।