শুধু ব্লগ নয় দৈনিক পত্রিকায়ও বিভিন্ন ধর্ষন হত্যার সংবাদ পড়ে ভাবি মানুষ এতটা জঘন্য কি করে হয় । ১লা অক্টোবর ময়মনসিং ৪র্থ শ্রেনীর এক মেয়েকে বেশ ক`জন মিলে ধর্ষনের পর হত্যা করে মাটিতে পুতে রখেছিলো।৩.৫.৭বছররের শিশুদেরও ধর্ষনের কাহিনী চোখে পরে মাঝে মধ্যে। মোহ.কাম.লোভ মানুষের মধ্যে বাস করতেই পারে তাই বলে মনুষ্য সমাজে এত জঘন্য কাজ কি করে মেনে নেয়া সম্ভব? নাড়ীর কোনো মর্যাদাই কি নেই।আর যে নাড়ীরা ক্ষমতা ওলট পালট করছেন তারা কি অন্য দেশের মানুষ? ধর্মীয় গোরামী বাংলাদেশের নাড়ী সমাজকে রেখেছে অন্ধকারে.আর অপরাধ প্রবনতাও চলছে নিত্য নুতন আঙ্গিকে. এখন মানুষকে কে বানাবে মানুষ ?রাস্ট্র. সরকার.সমাজ.আইন. না নৈতিকতা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।