কথায় কথা বাড়ে। সব কথার জবাব দিতে নেই। তারপরও কন্ঠ আড়ষ্ট
হয়ে আসে। বলতে চায় মন। যারা লিখেন , তারা জানেন এই পথ খুব
কুসুমাস্তীর্ণ নয়।
লিখতে হলে দায় নিয়েই লিখতে হয়। ছদ্মবেশীদের সুবিধা বেশি। অনেকটাআততায়ীর মতো। চোরাগুপ্তা । আসে ।
আক্রমণ করেই চলে যায়। দায় নেই । দায়িত্ব নেই।
এই সাম হোয়ারে অনেক লেখক আছেন যারা প্রকৃত অর্থেই লেখক।
লিখেন মনন দিয়ে।
তারা পাঠকের কাছ থেকেও আশা করেন ক্রিয়েটিভ
ফিডব্যাক।
লেখকের সব মতের সাথে ,কারো মত মিলে যাবে- তা ও প্রত্যাশিত নয়।
কিন্তু লেখক আক্রান্ত হবেন কেন ?
তাকে গালি শোনতে হবে কেন ?
ব্লগে যুক্তি তর্কে না পেরে , ফেসবুক থেকে লেখকের বিভিন্ন কালেকটেড
ছবি কপি করা হয়েছে। তারপর তা ব্যবহার করা হয়েছে বিভিন্ন অশুভ উদ্দেশ্যে। অত্যন্ত নগ্নভাবে।
যা আপত্তিকরই শুধু নয় , বিবেকবর্জিত ও।
কথায় পরাজিত হয়ে এভাবেই হীনবৃত্তি দেখাতে কসুর করেনি এসব
তথাকথিত কৈ মাছের প্রাণেরা।
ব্লগ যারা লিখেন তারা সবাই জানেন- কেন লিখেন। সব লেখা যে সবাই
পড়বে, পড়তে হবে - তেমনও কোনো কথা নেই।
তারপরও বিরক্তিকর মন্তব্য , অহেতুক গালিগালাজ সব সময়ই অপ্রত্যাশিত।
আমি একটা বিষয় খুব স্পষ্ট জানি , আমি একটি মৌলিক রাজনৈতিক
চেতনায় বিশ্বাস করি। আর তা হচ্ছে , মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত
বাংলা সাহিত্য -সংস্কৃতি। অতএব , আমার একটা পক্ষপাত তো আছেই।
তা থাকবে । থাকতেই হবে।
সকলেরই থাকা উচিৎ।
কিন্তু ভেবে হাসি পায় , যখন দেখি কোনো কোনো কনফিউজড ব্লগারের
অযথা আক্রমনের শিকার হই । তারা চান , আমি তাদের মাথা ধার করে
যেনো লিখি।
আরে , ৩০ বছর লেখালেখি করে এখনও যদি ধার করে বুদ্ধি নিতে হয়
- তা হলে তো না লেখাই উত্তম।
...................
সাম হোয়ার ইন ব্লগে একটা রেওয়াজ আছে , কারো মন্তব্য ধৃষ্টতাপূর্ণ
হলে তাকে ব্লক করে দেয়া যায়।
এ ব্যবস্থার সদ্ব্যবহার অনেকেই করেন । আমি ও করি। না করে উপায় নেই। বিশেষ করে যারা রাজনৈতিক নিবন্ধ লিখেন, তাদের জন্য এটা
খুব দরকারি।
তারপরও আমরা দেখতাম , যাকে ব্লক করা হয়েছে - সেই ব্লগার নীরবে
এসে মাইনাস রেটিং দিয়ে যেতো ।
আজ দেখলাম সাম হোয়ার এ একটা নতুন ধারা ( ফিচার) যোগ হয়েছে।
চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।
বলে রাখি , এটি ছিল আমার অন্যতম অনুরোধ।
কারণ , ব্লককৃতরা আর কিছু না পেরে, লাইন ধরে মাইনাস দিয়ে অযথা
বগল বাজাবে - তা কোনো মতেই একজন প্রকৃত লেখকের জন্য সুখকর
অভিজ্ঞতা নয়, হতে পারে না।
.....................
বিজ্ঞান ও প্রযুক্তি সবসময়ই মানুষকে এগিয়ে নিয়ে গেছে।
এই সময়েও
এর ব্যত্যয় হচ্ছে না। তাই বলে কোনো অপশক্তির উত্থান কে তো স্বাগত জানানো যায় না।
যারা হীনবৃত্তির চর্চা করার জন্য ব্লগে আসে , তাদেরকে চিনতে কারোই
বেগ পেতে হয় না।
সাম হোয়ার সেই অভিজ্ঞতার পথ ধরে এগিয়ে যাচ্ছে , এই সংযোজন
তারই প্রমাণ।
আমার বিশ্বাস প্রকৃত লেখক-লেখিকা রা এই সংযোজনে মুক্তির নিঃশ্বাস
নিচ্ছেন।
সত্যের জয় হোক । পরাজিত হোক সকল অশুভ।
হ্যাপী ব্লগিং ..........
ছবি - জাঁ কটা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।