আমাদের কথা খুঁজে নিন

   

পানির নীচে মন্ত্রীসভার বৈঠক................



আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে ২০ ফুট পানির নিচে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপের মন্ত্রী পরিষদ। বৈশ্বিক উষ্ণায়ন এবং সাগরের পানির উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মালদ্বীপ সরকার। এদিকে পানির তলদেশে মন্ত্রী পরিষদের বৈঠক সম্পন্ন করতে মন্ত্রীদের সাঁতার ও ডুবে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মালদ্বীপ সরকারের একজন মুখপাত্র জানান, গত সপ্তাহের ছুটির দিনগুলোতে মন্ত্রী পরিষদের সদস্যদের ডুবুরির পোশাক পরে পানির নিচে বৈঠক করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ একজন সনদপ্রাপ্ত ডুবুরি হওয়ায় তাকে ওই প্রশিক্ষণে অংশ নিতে হয় নি। মালদ্বীপের মন্ত্রী পরিষদের সদস্যরা ডুবুরির পোশাক পরে আগামী ১৭ অক্টোবর ওই বৈঠকে মিলিত হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.