আমাদের কথা খুঁজে নিন

   

বৃহত্তর নোয়াখালীর ২০ উপজেলার মানুষরা ডিসেম্বরের মধ্যে পরিপূর্ণ ডিজিটাল সংবাদ পাবেন



আগামী ডিসেম্বর মাসের মধ্যে বৃহত্তর নোয়াখালীর মানুষদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ও কমিউনিটির সংবাদ প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব। এ কার্যক্রমকে সামনে রেখে নোয়াখালী ওয়েব’র সংবাদদাতা নিয়োগ প্রার্থীদের এক সাক্ষাতকার অনুষ্ঠান গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় ‘ডিজিটাল সাংবাদিকতা’ নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক খালেদ সাইফুল্যাহ, বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদুল হক ফয়েজ, আরটিভির নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, নোয়াখালী ওয়েব’র বার্তা সম্পাদক ইকবাল হোসেন মজনু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী ওয়েব’র সহযোগী সম্পাদক ও দিগন্ত টিভির নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালী ওয়েব’র ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে একই মিলনায়তনে বৃহত্তর নোয়াখালীর ২০টি উপজেলা থেকে আগত সংবাদদাতাদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সমাপনীতে পত্রিকাটির সম্পাদক নোয়াখালী ওয়েবকে বৃহত্তর নোয়াখালীর অন্যতম ডিজিটাল পত্রিকা হিসেবে শক্তিশালী মিডিয়ায় রূপান্তরের মাধ্যমে পাঠকদের চাহিদা মতো সংবাদ পরিবেশনের অঙ্গিকার করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.