আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান

আয়রে তোরা গাই সকলে জয়বাংলারই গান আয়রে তোরা গাই সকলে বাংলাদেশের গান । শাহবাগ মোড়ে ঝড় উঠেছে ছুটছে তেপান্তর ঢেউ দেখিয়া যায় কাঁপিয়া রাজাকার অন্তর । প্রজন্ম আজ উঠছে জেগে দেখরে রাজাকার ফাঁসির তরে একট্টা সব নেই তোদের নিস্তার । আয়রে তোরা গাই সকলে বাংলাদেশের গান । কাদের মোল্লা সাঈদি আজম যত রাজাকার দেশ জেগেছে রব উঠেছে ফাঁসি চাই সবার । আয়রে তোরা গাই সকলে বাংলাদেশের গান । আমার ভাইকে খুন করেছে জামাত রাজাকার আসুন সাবাই দলে দলে করবো এর বিচার । আয়রে তোরা গাই সকলে জয়বাংলারই গান আয়রে তোরা গাই সকলে বাংলাদেশের গান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।