আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-১

মুরশিদ আমার দ্বীনের নবী, ঘুমায় মদীনায় হাজার দুরুদ সালাম জানাই, তাহারই রওজায় । পাক-কোরআনে আছে জানি, সুপারিশ করিবেন তিনি রোজ হাশরে তাহার উম্মত, পড়লে বে-কায়দায় । হাজার দুরুদ ------------ তাহারই রওজায় । মোহাম্মদ(দঃ)-কে সৃজন করে, পাক-কালাম পাঠাইছেন পরে কোরআনের আলোতে কালিমা, হইল সব বিদায়। হাজার দুরুদ ------------ তাহারই রওজায় ।

পাপী-তাপী গোনাহগার, সংশ্রব পাইয়া তাহার ভেদাভেদ ভুলিয়া সবে, উঠলো তার নৌকায় হাজার দুরুদ ------------ তাহারই রওজায় । মোহাম্মদ(দঃ) না আসিলে ভবে, অন্ধকারে থাকিত সবে ডুবিয়া মরিত পাপে, পঙ্কিল এই দুনিয়ায় । হাজার দুরুদ ------------ তাহারই রওজায় । তাহার গুণে বিশ্ব-জাহান, হইয়া উঠলরে মহান চলবো আমরা সকলেতে , নবীজীর পাক তরিকায়। হাজার দুরুদ ------------ তাহারই রওজায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।