আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-৭৬

আমার মনের গ্লানি মনে রইলো গো, জীবন যায় ফুরাইয়া
লাভের আশায় আসল গেল পিরীতি করিয়া ।

লোভে পড়ে করলাম পিরীত
আগে না জানিয়া
মনের দুঃখ মনে রইলো গো
(আমার)দিন যায় কান্দিয়া ।।

নিরাকারে পিরীত করে
মিছে খুঁজি বারেবারে
দয়াল পাওয়ার আশায় বসে
জীবন যায় চলিয়া রে জীবন যায় চলিয়া ।
লাভের আশায় আসল গেল পিরীতি করিয়া ।

দয়াল প্রেমে অন্তর জ্বলে
মন বুঝে না কোন ছলে
অহর্নিশি কান্দি আমি
তার দেখা না পাইয়া রে তার দেখা না পাইয়া ।।

আমার মনের গ্লানি মনে রইলো গো,জীবন যায় ফুরাইয়া
লাভের আশায় আসল গেল পিরীতি করিয়া ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।