আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-৮২

দ্বীন-দুনিয়ার মালিক খোদা রহিম ও রহমান
ছয় দিবসে করলে সৃজন, জমিন ও আসমান।

কিতাব আর হেকমত দিয়া
নবী-রসুল পাঠাইয়া
আলোকিত করলে তুমি
এ বিশ্ব-জাহান । খোদা এ বিশ্ব-জাহান ।
ছয় দিবসে করলে সৃজন, জমিন ও আসমান।

চলছি ছুটে এই দুনিয়ায়
তবু কেন হই অসহায়
পরাক্রমশীল তুমি খোদা
তুমি যে মহান ।

আল্লাহ তুমি যে মহান ।
ছয় দিবসে করলে সৃজন, জমিন ও আসমান।

ডাকি শুধু তোমায় আমি
জানি তুমি অন্তর্যামী
তোমায় ছাড়া চাইনা কিছু
চাই শুধু এহসান । খোদা চাই শুধু এহসান ।

দ্বীন-দুনিয়ার মালিক খোদা রহিম ও রহমান।


ছয় দিবসে করলে সৃজন, জমিন ও আসমান। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।