আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের প্রেম আর দিঘি পাড়ের ভালবাসা

ফাঁকি মারলাম

আরো একবার তোমার চুড়ি আটকাবে আমার শার্টের বোতামের সুতায় ,তুমি ছাড়িয়ে নিবে না। আরো একবার জানিয়ে দিও তুমি রঙিন রাস্তায় সাদাকালো আলপনা হা্তে ছুটে আসবে না , নিথর প্রভাতের বুকে এক ফোঁটা সূর্যোদয়ের দাগ লেপ্টে দিবে না। আবারও ফিরে থাকা রাস্তার আড়চোখে ঘুরে দেখা-না দেখা -অদেখা-- তোমার জন্য আকাশী গোলাপের পাঁপড়ি ছোঁয়া, একটু ছেঁড়া পাতা কুটোকুটি করা , বাদাম ওয়ালার নিশব্দ ঘাসে একটু লবন পড়া, সেই পড়ন্ত সূর্যাস্তে তোমার ছায়ায় গোধূলি দেখা । বিকেলটাকে বিক্রি করে কিনে নিয়েছি অফুরন্ত তুমি, আর আমার মন পুকুরে ডুবিয়ে দেয়া তোমার সন্ধাবেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।