আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-৮১

মন ভুলাইয়া প্রেম শিখাইয়া কোথায় লুকাইলায়
এক নজর দেখিতে বন্ধু তোরে মনে চায় । ।

রাত জাগিয়া ভাবি একা
পাইনা বন্ধুয়ার দেখা
তোরই প্রেমে অন্তর জ্বলে
অঙ্গ পুড়ে যায় । হায়রে অঙ্গ পুড়ে যায়।
এক নজর দেখিতে বন্ধু তোরে মনে চায় ।



ভোর হইলে জাগে মনে
দেখা হবে বন্ধুর সনে
মিথ্যে আশায় বসে থাকি
বন্ধুর প্রেমের নায় । হায়রে বন্ধুর প্রেমের নায়। ।
এক নজর দেখিতে তোরে আমার মনে চায় ।



তোরই প্রেমে বান্দে বাসা
পুরলো না মোর মনের আশা
হাবুডুবু খেলাম শুধু
প্রেমের দরিয়ায় । ও তোর প্রেমের দরিয়ায় ।
এক নজর দেখিতে তোরে আমার মনে চায় । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।