ভবের সাগর পাড়ি দিতে লাগেনারে তরী-
মাটি দিয়া নাও বানাইছে আজব মেস্তরি । ।
মাটির জোড়া মাটির ঘোড়া
সংসারের মেলায়
বিনা পোড়ায় রয়রে খাঁড়া
কারবা ইশারায় । রে কারবা ইশারায় । ।
হেকমত দিছে দেহের ভিতর
সুদক্ষ মোর সেই কারিগর
আগুন পানি দিয়া বানাই রাখছে প্রহরী । ।
চলৎশক্তি দিছে ভরে
রাখছে জোড়া স্তরে স্তরে
লাল তরঙ্গ যায় রে ছুটে মেস্তরির নাম ধরি ।
মাটি দিয়া নাও বানাইছে আজব মেস্তরি । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।