আমাদের কথা খুঁজে নিন

   

বালুচরের গান-৭৭

বসন্তেরই কালে বন্ধু ভুলিয়া প্রকৃতি
মনের বনে ফুল ফুটাইয়া বাড়াইলায় পিরীতি
বন্ধু বাড়াইলায় পিরীতি ।

প্রেমে জীবন প্রেমে মরণ
প্রেমের নাইরে রীতি
প্রেমের খাতায় নাইরে লেখা প্রেমের প্রথা-নীতি । ।
বন্ধু প্রেমের প্রথা-নীতি ।

ফুল ফুটাইয়া মনের বনে
ভ্রমর গেলে দূরে
যৌবনেরই দাবানলে
অন্তর যায়রে পুড়ে ।

বন্ধু অন্তর যায়রে পুড়ে ।

প্রেম বাগানে ফুল ফুটিলো
নাইরে প্রজাপতি
জাত কুলমান গেল আমার
এ কোন পরিনতি । হায়রে এ কোন পরিনতি । ।

মালির আশায় ফুল বাগানে
জেগে কাটাই রাতি
প্রভাতকালে দেখলে লোকে
কী হবে মোর গতি ।

বন্ধু কী হবে মোর গতি । । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।