আমাদের কথা খুঁজে নিন

   

হেনরি কিং-এর অকালমৃত্যু



হেনরি কিং-এর মাত্র একটা বদ অভ্যাস দড়ি-কাছি হাতে পেলে করে তারে গ্রাস। একদিন এক রজ্জুখন্ড পেটের মধ্যে গিয়ে রয়ে গেল সেইখানেই বিশ্রী জট পাকিয়ে। সেরা বৈদ্য হাকিমের হল আগমন রোগি দেখে করে তারা শির সন্চালন। সকলেরেই একমত এ এমন ব্যাধি যার কাছে হার মানে ঔষধ ইত্যাদি, এ ব্যাধির শেষ হবে রোগি গেলে মারা শুনি কথা পিতা মাতা প্রস্তরের পারা। প্রাণাধিকেষুর হবে অকাল মরণ অমোঘ প্রমান হবে বিধির লিখন। শেষ শ্বাস ত্যজিবার এসেছে সময় হেনকালে হেনরি কিং চক্ষু মেলে কয়- আছ যারা উপস্থিত সবারে জানাই বিধিমতো ভোজনেতে কোন দোষ নাই। খাদ্যভ্রমে রজ্জু যদি করহ ভক্ষণ এতেক বলিয়া হেনরি মুদিল নয়ন। সত্যজিত রায় (হিলেয়ার বেলকের 'হেনরি কিং অবলম্বনে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.