আমাদের কথা খুঁজে নিন

   

পাগলার মুখে একটাই কথা রাজাকার সব ফাঁসিত যান

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। পাগলার মুখে একটাই কথা রাজাকার সব ফাঁসিত যান -পাগলা জাঈদ ত্রিশ লক্ষ লাশের কসম তোদের আমি ছারুম না, কিন্তু আমি পশুর মত স্বাধীনতা কাড়ুম না, আন্দোলনে আমার দাবি, রাজাকারের ফাঁসি চাই, খোদার কসম একটি বারেও আমার মুখে হাসি নাই, বাংলা আমার, বাংলা তোমার, এই সত্যটা বুঝি ভাই, কিন্তু আমার বাংলা বুকে, রাজাকারের জায়গা নাই, পাগলা কান্দে, বুকে বান্দে, লাল সবুজের মরন চান, পাগলার মুখে একটাই কথা রাজাকার সব ফাঁসিত যান। মানতে পারো মানো তবে, লাখ শহিদের রক্ত লাল , না মানো তায় নাই সমস্যা, ঘরে বইসা হও দালাল, আমি মনা বুঝি কম তাই, রাজাকারের ফাঁসি চাই, আঁতেল সমাজ থাকো দূরে, ফাঁসি ছাড়া গতি নাই। মানলে পাইবা তাল গাছ তোমার, বাবুই ছানা দুই/তিনটা না মাইনা যাও দোযখ পানে, বাঁজাও গোখড়ার মন-বীনটা, আমি মনা বাচ্চা বাংলা , রাজাকারের ফাঁসি চাই, হাজার খুন আর ধর্ষণকারীর, ফাঁসি ছাড়া উপায় নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.