আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণের মূল্য আসলে কত?

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আন্তর্জাতিক বাজারে বিভিন্ন কারনে স্বর্ণের দাম বাড়ছে। গত নয় মাসে সাত দফা স্বর্নের দাম বাড়লেও স্থানীয় বাজারে দামের হেরফের বেশ পরিলক্ষিত হয়। মানূষ সংকট কালীন সময়ে স্বর্ণ বিক্রি করে তার আপাতত সমস্যা নিরসন করে। কিন্তু বিক্রয়ের সময় দেখা যায় আমাদের আন্তর্জাতিক বাজার বাংলাদেশের জন্যে প্রযোজ্য নয়। যেন বিচ্ছিন্ন এক দ্বীপ।

বর্তমানে বাজারে প্রতি ভরি ২২ক্যারেট স্বর্ণ ২৯হাজার ৩৩৫ টাকা ২১ ক্যারেট ২৭হাজার৯৯৪ কিন্তু বিক্রির সময়ে ৫০০০হাজার থেকে ৬০০০হাজার টাকার তারতম্য দেখা যায়। সেই ব্যাক্তি পর্যায়ের গয়না বিক্রি করে তার সমস্যা লাঘব করার সময় বঞ্চিত হয় নায্য মূল্য হতে। স্বর্ণ বা জুয়েলারী সমিতি সিন্ডিকেট যে মূল্য ধরে সেই দামে বিক্রি করতে মানূষ বাধ্য হয়। মানূষের জানমালের নিরাপত্তা সব ধরনের সিন্ডিকেটের কারণে বিভিষিকাময় এক জীবন অতিক্রম করছে। এই সিন্ডিকেশন যেন সিষ্টেমে পরিণত হয়েছে।

মানূষের বঞ্চনার ইতিহাস আজ সব ক্ষেত্রে । সাধারন মধ্যবিত্ত যারা সরকারের কোন সহযোগিতা পায় না। তাদের অবস্থা অনেক ক্ষেত্রে খুব নাজুক। হয় তো একসময় এই মধ্যবিত্ত শ্রেণীতে আঘাত আসতে পারে। পরিস্থিতি হাত ছাড়া হওয়ার আগেই সর্বক্ষেত্রে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করা খুবই জরুরী।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.