আমি সত্য জানতে চাই আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। তবে এ বছর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে পালিত হবে ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। ‘কন্যা শিশুর অগ্রগতি বাংলাদেশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে অন্যান্য বছরের মত এবারও দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে। কন্যা শিশুর সুষ্ঠু বিকাশের লক্ষ্যে তাদের জন্য যথাযথ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহের হার কমিয়ে আনার উপর গুরুত্ব দিতে হবে। ইভটিজিং, এসিড সহিংসতা এবং যৌন নির্যাতনসহ কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। কন্যা শিশু দিবসে এটাই আমাদের প্রত্যাশা। কন্যা শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সব কন্য শিশুকে আন্তরিক শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।