নারীর অবয় সুরক্ষায় বোরখা মুসলিম প্রধান দেশগুলোতে বেম সমাদৃত। তবে ধর্মীয় অনুশাসনের বাইরেও ধুলোবালি ও রোদের প্রখরতা থেকে নিজেকে বাঁচাতেও তরুণীদের মাঝে বোরখা ব্যবহারে রয়েছে আগ্রহ। ইদানিং ফ্যাশনেবল তরুনীদের মাঝে বোরখা নিয়ে রয়েছে কৌতুহলী মনোভাব। বাংলাদেশে ধর্মীয় দৃষ্টিকোনের পাশাপাশি নিজেদের ত্বক বাঁচিয়ে সৌন্দর্য অটুট রাখার ব্যাপারে তাই বোরখা ফ্যাশন অনুসঙ্গ হিসাবে প্রাধান্য পাচ্ছে। দেশীয় বোরখার স্টাইলে পাশ্চাত্য ঢং ফিউশনের স্টাইলে তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে। নেকাবগুলোও হয়েছে ট্রেন্ডি। দেশীয় ফ্যাশন সংস্কৃতিতে বোরখাকে ফেস্টিভসহ সার্বজনীন জীবনযাপনে পরিধেয় ফ্যাশন অনুসঙ্গ হিসাবে তুলে ধরাসহ বোরখার বিভিন্ন আউটফিট নিয়ে কাজ করছেন ডিজাইনার রোকসানা সালাম। প্রচার বিমুখ এই গুণী ডিজাইনারের তৈরি কিছু বোরখার স্টাইল নিয়েই এবারের এই ফিচার
বোরখা ডিজাইন:
রোখসানা সালাম
কোরিওগ্রাফি:
কৌশিকী নাসের তুপা
ভেন্যু: ঢাকা ক্লাব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।