এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........
সামুব্লগ সেলিব্রেটি/ব্যাটা দের ঈদ কেমন কাটলো জানতে আম্রা সুপ্তগুপ্ত ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম তাদের বাসায়। আসুন দেখি কী ধরা পরলো:
নুশেরার বাসা:
নুশেরা: গ্যাদার বাপ আজকে থিকা তুমি বসার ঘরের সোফায় ঘুমাবা, তোমার নাসিকা গর্জনে আমার নিদ্রাভঙ্গ হয়, সারাদিন ব্লগায়া রাতেও তোমার জ্বালায় ঘুমাইতে পারি না, এই মাত্র তোমার নাকডাকার শব্দে আমার ঘুম ভাইঙ্গা গেল
গ্যাদার বাপ: আমি তো অনেক আগেই উঠে গেসি ঘুম থেকে , ঈদের জামাতে যাব গোসল করলাম
নুশেরা: কিন্তু আমি শিওর আমার ঘুম নাক ডাকার শব্দেই ভাঙছে
গ্যাদার বাপমিন মনি করে) মনে হয় নিজের নাক ডাকার শব্দেই ঘুম ভাঙছে
নুশেরা:
সামহয়ারের মোরে নির্ঝর আর আশরাফ:
নির্ঝর নৈঃশব্দ: আশরাফ ঈদের চাঁদটা খেতে পারছি না
আশরাফ:কি বলছো নির্ঝর ঈদের চাঁদ কেন খাবে
নির্ঝর: সুকান্ত তো বলেছে পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সে তো অনেক খেয়েছি, আমিও একটা কালজয়ী কবিতা লিখতে চাই কিন্তু ঈদের চাঁদের সাথে কোন খাবারের মিল খুজে পাচ্ছি না....
দেশীপোলা:
দেশী পোলার বাড়ির সামনে গিয়ে দেখি দেশী বলছে
দেশী পোলা: বার, বার , বার, বার.........
আমি: দেশী আপনি বার বার করছেন কেন?
দেশীপোলা: বার বার বার বার
আমি: ঘটনা কি?
বৃত্তবন্দী: ঈদ মোবারক দেশিপোলা
দেশীপোলা: ১৩ , ১৩, ১৩ ,৩
(উনি আসলে কয়জন নাস্তিক ওনাকে ঈদ মোবারক বলে গুনছিলেন)
নাফিস ইফতেক্ষার:
আমি: নাফিস এবারের ঈদ টা আপনি কিভাবে কাটালেন?
নাফিস: আগামী ঈদে কি করবো সেই চিন্তা করে , জানেন তো আগামী ঈদে আমি আর জীবিত থাকবো না, আগামী ঈদে আমাকে আর চিন্তা ভাবনা করে পোস্টের বিষয় খুঁজে বের করতে হবে না, মাসুম্ভাইয়ের মত আমিও শহীদ জীবনের নানা ঘটনা নিয়ে পোস্ট দিতে পারবো।
নাঈম:
নাঈম: হ্যালো সুইটি ডার্লিং ঈদ মোবারক
হ্যালো পরান পাখি বাবলী আমার কথাটা শোন আমি সুইটি নামে কাউরে চিনি না , মডেল সুইটিরেও আমি চিনি না, আমি তো তোমারেই সুইটি ডার্লিং বলসি আদর করে , হ্যালো হ্যালো....
নাঈম: কেমনে এত বড় ভুল করলাম, কেমনে বাবলীরে ফোন্দিয়া সুইটি কইলাম
চানমেয়া;
চানমেয়া তার টেবিলে দুটা ল্যাপটপ খুলে বসে আছে, একটায় আমার ব্লগ আরেকটায় সামু ব্লগ, ঈদমোবারক জানানো নিয়ে আমারব্লগে আইজুদ্দিন আর খারেজি যে কাইজাকাইজি করতেসে সেটার লেটেস্ট আপডেট সামুব্লগে দেয়াই তার ঈদটাস্ক।
আউলা+চানাচুর:
চানাচুর: আউলা তুমি আমাকে ঈদির ভাগ কম দিলা কেন
আউল: যা ভাগ , তুই ছোট তাই কম দিসি আমার মত বড় হ তখন বেশি দিব
চানাচুর: এইটা ঠিক না, দুর্নীতি যে পারিবারিক জীবনেও প্রবেশ করেছে এটা নিয়ে আমি সামু ব্লগে পোস্ট দিব , সবার কাছে ফাঁস করে দিব তোমার টাকা মেরে খাওয়ার কাহিনী। আমি শাকিব খানের কাছে চিঠি লিখবো যে তুমি কত বড় অসৎ, তুমি...
আউলা: চানাচুরের হাত থেকে বাকি টাকাটাও কেড়ে নিয়ে, যা ভাগ
চানাচুর: কাঁদতে কাঁদতে প্রস্থান
আমরা এখন আহমেদ মোস্তফা কামালের বাসার সামনে লুল্কাক্কুর একটা সাক্ষাৎকার নেয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি লুল্কাক্কু ফটোশপে কিসব কারিগরি করছে, হ্যালো লুল্কাক্কু ঈদ মোবারক আপনি কি করছেন?
লুল্কাক্কু:এইতো ফটোশপে ফটো এডিটিং করছি, সিভিতে দেব, নুশেরানানী আমার কাছে সিভি চেয়েছেতো (লাজুক হাসি)
কঁাকন: নুশেরানানী?
লুল্কাক্কু: না মানে মাসুম আঙ্কেলের কাছে আমার সিভি চাইবার পর থেকে আমি ওনাকে নানী ডাকি
কঁাকন: ও আচ্ছা, তা আর কি করছেন এই ঈদে
লুল্কাক্কু: ফেসবুক খুলে বসে আচি যদি এপু কোন দাওয়াত নিয়ে আসে এখনো কেউ দাওয়াত দিল না .....
~~স্বপ্নজয়~~:
পাক্না: হ্যালো ইলোরা, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখের ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই..
দেখা যাচ্ছে পাক্না আবার মোবাইল টিপছে
পাক্না: হ্যালো হুমায়রা, হুমু, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখে ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই..
দেখা যাচ্ছে পাক্না আবার মোবাইল টিপছে
পাক্না: হ্যালো লোপা, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখে ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই..
দেখা যাচ্ছে পাক্না আবার মোবাইল টিপছে
পাক্না: হ্যালো কাঁকন, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখে ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই.....
পাক্না: হ্যালো চম্পা...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
রোবটের বাসা:
অনন্ত দিগন্ত: নানা একমাত্র তুমিই সামুব্লগ থিকা আমাকে দাওয়াত দিলা আর কারো বাসায় তো গেলেও তারায় দেয় ,
নানা: আসো অন্তু একটু সেমাই নাও
অনন্ত: নানা নানী কই
নানা: আর বইলো না , ঈদের দিন ও শান্তি নাই আমি ঈদ স্পেশাল কাচামরিচের সেমাই রান্না করসি দেখে সে গুঁড়াগুড়ি নিয়া বাসা ছেড়ে চলে গেসে সাত দিন পরে আসবে আমি ঈদ উপলক্ষে যা রান্না করসি সব ফালায় না দিলে আসবে না নাও অনন্ট সুরু করো কাঁচামরিচের সেমাইর পরে আছে মাটন চকলেট উইঠ ভিনেগার সস, বাটারমিল্ক ম্যাগি নুডিলস, &..
অনন্ত: জানালয় কে
নানা: আরে কঁাকনা না,জানালয় কেন ভেতরে আসো একটু ঈদের সেমাই খেয়ে যাও অনন্তর সাথে..
কঁাকনা & অনন্ত এক দৌড়ে পৌছে গেছে মমমম১২ এর বাসায়
মমমম১২: আরে অন্তু আর কঁাকন আস
অনন্ত: কি করলে আপুনি এই ঈদে
মমমম: এইতো রান্না করতে করতেই দিনটা শেষ হয়ে গেল, আসো পঠেইঠো রেজালা দিয়ে পঠেইঠো পোলাও খাও সাথে পঠেইঠো স্যালাড আর পঠেইঠো চপ ও আছে, নারে ভাই কোক নাই পঠেইঠো জুস আছে, পঠেইঠো পায়েস তো নিলাই না......
ডিয়ার ভিউয়ার্স এত আলু খেয়ে আমার ঘুম আসছে আর ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না শুধু যাবার আগে ফাহমিদুল হকের বাসাটা হয়ে যাব
ফাহমিদুল হক: আওয়াজ দো হামকো ..... হাম খো গায়ি, কাভি নিন্দ সে জাগি .........কাভি খো গায়ি.......
কঁাকন: ভাইয়া আপনি হিন্দি গান কেন গাচ্ছেন?
ফাহমিদুল হক: নতুন শতাব্দীর বাংলা সিনেমার হালচাল নিয়ে গবেষনা শেষ আব ম্যা নয়া জামানা কি হিন্দি ফিল্ম কা হালচাল লেকর সোচরাহি হু,
তুমি কি জানো গবেষনা হিন্ডি কী?
কঁাকন: না
মনজুরুল হক: ফাহমিদ ভাই আপ খো গায়া এবং সো গায়া হবে আপনার সাথে গায়ি যায় না
ফাহমিদুল হক: মুঝসে পাঙ্গা মৎ ল। ম্যানে ইয়ে ফিল্ম গিয়ারা বার দেখা উস গানেমে খো গায়ি & সো গায়ি ই ক্যাহেতি হ্যা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।