আমি গান,দ্রুতগতির গাড়ি,মুভি এবং গেমস পছন্দ করি।
আমাদের বেশিরভাগই সামু জয়েন করেছি স্বাভাবিকভাবে ব্লগিং করতে। এর কতগুলো ক্যাটাগরীর মধ্যে আছে---
১। বোর হয়ে ব্লগিং(আর কোন কারন নাই)।
২।
আনন্দ/দুঃখ শেয়ার করার জন্য।
৩। সাম্প্রতিক ঘটনাবলী জানতে ও এ নিয়ে আলাপ করতে।
৪। লেটেষ্ট টেকনোলজী, ফ্যাশন, সফটওয়্যার, গেমস ইত্যাদির সাথে আপডেট থাকতে।
৫। কাব্য সাহিত্য করতে।
৬। ধর্ম নিয়ে কথা বলতে ও সাপোর্ট করতে, অনেকের ক্ষেত্রে ধর্মের নামে অপপ্রচার চালাতে ও নাস্তিকতার প্রচার করতে।
৭।
ক্যাচাল লাগাইতে, কাইজ্জা করতে, গাইল পারতে।
৮। লোলপুরুষ হতে, মেয়েদের সাথে ইটিশপিটিশ করতে।
৯। নতুন বন্ধু পেতে।
১০। আর একধরনের আছে, যারা সামু জয়েন করেছে শুধুমাত্র অন্যদের ব্লগে কমেন্ট করতে, নিজেরা সাধারনত ব্লগিং করে না।
১১। নিজের ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে।
এগুলোর পাশাপাশি আর কিছু ক্যাটাগরির মধ্যেই সাধারনত সবাই ঘুরেফিরে পড়েন।
কিন্তু আরেক শ্রেনীর ব্লগার আছে যারা সামুব্লগের মাধ্যমে প্রফেশনাল কিছু করার স্বপ্নে বিভোর থাকে। কিছু কিছু পোষ্ট আমি এর মধ্যেই পড়েছি যাতে তারা কিভাবে সামু থেকে আয় করা যায় সেই ফন্দি আটেন। তাদের মুল কথা হল, লেখক হিসেবে তারা অসাধারন হওয়ায় তাদের কিছু মালমসলা দিতে সামু কর্তৃপক্ষ বাধ্য। তাদের অনেকের কথা হল তাদের ব্লগের কারনেই সামু চলছে, তাই তারা নিজেদের সামুর বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেখতে চান। আবার যাদের কাছে সামু থেকে টাকা পাওয়ার ব্যাপারটি একটু চিপ মনে হয়, তারা বুদ্ধি দেন প্রাইজ দেয়ার ব্যবস্থা করার।
তাদের কথা হল আমরা সামুতে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জন করব তারপর প্রফেশনালি আমাদের লেখাগুলোর মাধ্যমে মিলিয়নেয়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যাব।
আমাদের মাঝেই আবার তুখোর ব্লগার নাফিস ইফতেখার ও তার মতই কিছু কিছু ব্লগার আছেন যারা অসম্ভব ভালো লিখে যাচ্ছেন দিনের পর দিন নিজ তৃপ্তির জন্য, কোন কিছু পাবার আশায় নয়। হতে পারে যারা প্রতিদান চাচ্ছেন তারাও সঠিক তাদের ক্ষেত্রে, আমরা হয়ত তত ভালো লিখি না তাই তাদের কষ্ট বুঝি না।
আপনি নিশ্চয়ই কিছু সামুব্লগ মিলিয়নেয়ারের দেখা পেয়েছেন ব্লগিং করতে এসে? আপনার দেখা পটেনসিয়াল সামুব্লগ কোটিপতির কথা জানাতে পারেন, যদি সে আসলেই সম্ভাবনাময় কোটিপতি ব্লগার হয়ে থাকে তাহলে নিচের লিষ্টে তাকে এড করা হবে।
পটেনশিয়াল সামুব্লগ মিলিয়নেয়ার:
১।
মনির হাসান(কথা কম, কাজ বেশি, মজাক করবেন না, জাকির নায়েকরে ধরার খায়েস রাখেন)।
২। নাস্তিকের ধর্মকথা(ইনি আসলে ব্লগিং নয়, নাস্তিকদের ধর্মপ্রচারক হিসেবে নিঃসন্দেহে ভবিষ্যতে ভালো মাল কামাবেন)।
৩। এড হতে থাকবে...........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।