আমাদের কথা খুঁজে নিন

   

অ্যালবাম রিভিউঃ বাপ্পা উইথ দা রকার্স

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
ঈদের অ্যালবামের গান শুনছিলাম বসে। বেশ কিছু অ্যালবাম শুনলাম। লিখছি Bappa with the Rockers অ্যালবামটির কথা। শুনে মনে হল একটা রিভিউ পোষ্ট করা প্রয়োজন। এই মিক্সড অ্যালবামটিতে শিল্পী ৫ জন, বাপ্পা মজুমদার, সুমন (বেইজবাবা-অর্থহীন), ফুয়াদ, শুভ (ডি রকষ্টার) এবং অর্নব।

গানের লিরিক লিখেছেন শাহান কবন্ধ। সবগুলো লিরিকই সুন্দর। সংগীতায়জনে গুণী শিল্পী বাপ্পা মজুমদার। ১ম ট্র্যাকঃ ভাঙ্গা গড়া শিল্পীঃ বাপ্পা মজুমদার হাল্কা মেজাজের অ্যাকুয়েষ্টিক নির্ভর একটি গান, যথার্থই বাপ্পা মজুমদারময় গান। শুনতে ভাল লাগবে।

২য় ট্র্যাকঃ ওলট পালট শিল্পীঃ সুমন কিছুটা এক সুরের গান। টিপিক্যাল সুমন ধাঁচের গান হতে গিয়েও কোরাসে গিয়ে তা হয়ে ওঠেনি। ৩য় ট্র্যাকঃ আমার সাথে চল শিল্পীঃ ফুয়াদ চমৎকার একটা গান। কোরাসটা সবচেয়ে সুন্দর। যারা অনেকদিন থেকে বিভিন্ন কারণে ফুয়াদের উপর ক্ষিপ্ত, তারা হয়ত এবার ফুয়াদের উপর একটু সদয় হতেও পারেন।

৪র্থ ট্র্যাকঃ খুনসুটি শিল্পীঃ শুভ সুন্দর গান, সবার ভাল লাগবে। ৫ম ট্র্যাকঃ হয়ত আমি শিল্পীঃ অর্ণব ইন্ট্রোতে বাঁশির ছোট্ট একটা কাজ আছে। গানটা অর্ণবের অন্যান্য গানের মতই, তেমন নতুন কিছু পেলাম না। ৬ষ্ঠ ট্র্যাকঃ চাইছো যখন শিল্পীঃ বাপ্পা মজুমদার দারুণ সুরের একটা গান। বেইজের কাজ ভাল লেগেছে।

কী-বোর্ডের ব্যবহারও চমৎকার। নিয়ন্ত্রিত পারকিউশন। অনেকদিন মনে রাখার মত গান। ৭ম ট্র্যাকঃ ভাল লাগে না শিল্পীঃ সুমন ভাল গান। ৮ম ট্র্যাকঃ ঘড়ির কাঁটা শিল্পীঃ ফুয়াদ পপ ফিউশন ধাঁচের গান।

কোরাসের শেষে বাপ্পা মজুমদারের হারমোনাইজিং লক্ষণীয়। ৯ম ট্র্যাকঃ ভুল জানালায় শিল্পীঃ শুভ ইন্ট্রো সুন্দর, গানটা তো বটেই। মনে রাখার মত। আর বেশী কিছু বলছি না। ১০ম ট্র্যাকঃ সব ধুয়ে যায় শিল্পীঃ অর্ণব গান টা শুনতে মন্দ লাগবে না।

১১ নম্বর ট্র্যাক টি একটি ইন্সট্রুমেন্টাল ট্র্যাক (চাইছো যখন)। অ্যালবামের বেস্ট ট্র্যাকঃ আলাদা করে বলতে পারছিনা, সবগুলিই ভাল লাগার মত গান। অনেকদিন পর পপ গান শুনে আনন্দ পেলাম। যন্ত্রের বাড়াবাড়ি ব্যবহার আর যত্রতত্র অডিও টিউনার সফটওয়ারের ব্যবহারে আমি পপ শোনাই বন্ধ করে দিয়েছিলাম। এই অ্যালবামেও যন্ত্রের ব্যবহার ছিল, তবে আমার কাছে বেশ নিয়ন্ত্রিত মনে হয়েছে।

বাপ্পা মজুমদারের মত গুণী সংগীত পরিচালকের কাছে এমনটাই আশা করেছিলাম আমি। ঈদের মিক্সড অ্যালবাম গুলোর মধ্যে এটি সংগ্রহে রাখার মত একটি অ্যালবাম। অ্যালবামের কোন ডাউনলোড লিঙ্ক দিলাম না, কারণ এটি নতুন অ্যালবাম। আর অ্যালবামের শিল্পী-কলাকুশলীরা এটুকু দাবী রাখেন যে আপনি অন্তত অ্যালবামের একটি কপি কিনবেন। কাজেই আপনার পাশের মিউজিক শপে গিয়ে অ্যালবামটির একটি কপি সংগ্রহ করুন।

আর একটা ভাল অ্যালবাম টাকা দিয়ে সংগ্রহ করার একটা আলাদা মজা আছে! অনলাইনেও কিনতে পারেন। আমাদের গান ডট কম এ ১.৮৫ ডলারে কিনতে পারবেন। লিঙ্ক দিলাম না, অনেকে বিজ্ঞাপণ মনে করতে পারেন। [আমি কোন সঙ্গীত বোদ্ধা নই, শ্রোতা। এই রিভিউ টিও একজন শ্রোতার লেখা, কোন বিশেষজ্ঞ মতামত নয়! তাই মতের পার্থক্য হতেই পারে।

আপনাদের মতামত ব্যক্ত করবেন এই আশা রাখি। ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.