কাঁচের ঘর
দিগন্তের সীমা পেরিয়ে আমাদের দৃষ্টি যায় দূরে-
আরো কিছু দেখার জন্যে
উৎসূক চোখ শুধু দেখতে চায়।
আলো আঁধারের দ্বন্দ্ব দেখি আমরা -
ভালোমন্দ ন্যায় অন্যায় বিচার অবিচার
সংঘাতময় সময়ের দারুন বিনয় বীরের জন্যে ।
আমরা দেখি-
যেখানে জুলুম নির্যাতনের যাঁতাকলেপৃষ্ঠ
একদল হতভাগা মজলুম সবহারা
একবিন্দু সহায় সম্ভলের প্রতিক্ষায় দ্বারস্থ।
পূঁজিপতির পদাঘাতে অশিতিপর রুগ্নবুড়ো ভূপৃষ্ঠে আঁছড়ে পড়ে
সুদখোর মজুতদার ফকিন্নির কুঁড়েঘরের দিকে তাক করে তার লেলিহান জিহ্বা
আমরা দেখি ক্রীতদাস যুবকের সোনালী যৌবন ক্ষয়ে যায় অযথা
কখনো আমাদের সময়গুলো কালের গর্ভে লীন
আর তলানী জমে চতুর শয়তানের ব্যংকব্যালেন্স ভারী হয় দিনেদিনে ।
আমরা দেখি
অসংকোচে তবু সামনে আগায় কিছু লোক -
কিন্তু ওরা কারা ?
আমরা এখানে বন্ধী -
আমরা দেখি বলি কিন্তু তোমরা শুনতে পাও না
তোমরা একটু এদিকে আগাও
আঘাত করো বালুচরে গড়া জালেমের কাঁচের ঘরে
শিঘ্র তা চুর্ন হোক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।