এক মুঠো কাঁচের চুড়ি
দিবো তোমায়, দেখা হয় যদি ।
ঐ দেখো রিনিঝিনি কাঁপন অসার দেহ-মন
তাকিয়ে আমি ছায়ার মতন,
তুমি হয়তো হাসবে নয়তো বলবে ঢং
আমি বলব উৎপীড়ন আবেগ অস্পৃশ্য বচন।
কিন্তুক, তুমি কতক কিছুই না ভাবো, করো কতক বারণ
আমি আমারই মতন পরিমেয় হই, তর্পিত ইচ্ছের কারণ ।
তবু সত্যি বলছি, এক নির্ঘুম তাঁরা শূন্য রাতে আমি পড়িয়ে দিবো তোমায়
এই মুঠো ভর্তি কাঁচের চুড়ি
আমি তাকিয়ে অবিরাম, ঝিলিমিলি জ্যোৎস্না পোহাবো ।
১৫০৭ তম পূর্ণ কবিতা ।
ধানমণ্ডি, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।