আমাদের কথা খুঁজে নিন

   

কাঁচের ছবি-অনন্ত জিজ্ঞাসা

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

কাঁচের ছবি-শুধু ভেঙ্গে যাওয়া কোনো বুকের দুর্বোধ্য ক্যানভাস নয়, আশা-নিরাশার প্রতিচ্ছবি স্বপ্নের পাথরে খোদাই করা একটি সুখ পাখির ভাষ্কর্য। উজাড় হওয়া প্রান্তরে স্মৃতির ডানায় ভর দিয়ে সীমাহীন পথে বিচরন। সব ভুলে নিরন্তর পথে হেটে যাবার ক্লান্তিটুকুও কেড়ে নেয়, আর এঁকে দেয় পথের সীমানা; আপাতত যাবার প্রস্তুতি। শেষটায় থেকে যায় রেশ, বিধাতা যা কিছু দিয়েছে আমি যা -তা নিয়ে তৃপ্ত, তাই হাজারো প্রনাম তার তরে; শুধু আরেকটা চাওয়া- ভাগ্য- পাব কি আবারো ফিরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।