আমাদের কথা খুঁজে নিন

   

জুয়ার বাজি যখন নিজের মেয়ে



এ যেন সেই মহাভারতের কাহিনী। পাশা খেলায় হেরে যুধিষ্ঠির স্ত্রী দ্রৌপদীকে তুলে দিয়েছিলেন দুর্যোধনদের হাতে। আধুনিক এ কাহিনীতে অবশ্য জুয়ায় নিজের মেয়েকে বাজি রাখেন বাবা নিজেই। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংলিশবাজার থানার সাতঘরিয়া গ্রামে। এই গ্রামের মধ্যপাড়ায় গত বুধবার রাতে এক জুয়াড় আসরে ইসমাইল শেখ জুয়া খেলতে গিয়ে নগদ টাকা, হাতের আংটি, সাইকেল সব হারান।

এরপর তিনি ২০ হাজার টাকার বাজি ধরেন। শর্ত হারলে তাঁর একাদশ শ্রেণীতে পড়া নিজের মেয়ে ফাতেমাকে প্রতিপক্ষের হাতে তুলে দেবেন। জুয়ায় হেরে যান ইসমাইল। ঘটনাক্রমে এ সময় বাবাকে খুঁজতে আসে মেয়ে ফাতেমা। তখন ইসমাইল তাঁর মেয়েকে কাছে ডেকে এনে জুয়াড়ি মুস্তাফা শেখের হাতে তুলে দিয়ে বলেন, ‘আমি আমার কথা মতো জুয়ায় হেরে মেয়েকে তোমার হাতে তুলে দিলাম।

তুমি ওকে বিয়ে করে আমার দেনা মুক্ত কর’। এ কথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে ফাতেমা। কিন্তু সেই কান্নাকে উপেক্ষা করে জুয়াড়ি মুস্তাফা ওইদিন রাতেই ফাতেমাকে নিয়ে চলে যান নিজের বাড়ি সুলতানগঞ্জে। এ ঘটনা জানাজানির পরে ফাতেমার নানা ছুটে আসেন। তারপর গ্রামবাসীদের সহায়তায় ফাতেমাকে উদ্ধার করেন।

এরপর গ্রামবাসী ইসমাইলকে গ্রামছাড়া করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.