আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
নিজামী মরার পর তার স্থান হলো নরকে। নরকে বাংলাদেশী পলিটিশিয়ানদের জন্য যে জায়গা ছিলো তা আগে থেকেই পরিপূর্ন।
এখন নরকের পাহারাদার নিজামীকে রাখার জন্য জায়গা পাচ্ছে না। অনেক ভেবে-চিন্তে সে নিজামীকে একটা প্রস্তাব দিলো।
তুমি তোমার পছন্দ মতো একটা ঘর বেছে নিবে। সেই ঘরে যে থাকবে তাকে আমি অন্য নরকে পাঠিয়ে দেবো।
নিজামী মনে মনে ভাবে,যাক একটু হলেও সাজা কমানোর উপায় আছে।
প্রথমে একটি ঘর খোলা হলো,নিজামী দেখলো ফালু বসে বিটিভি দেখছে।
নরকের পাহারাদার বললো,এটাই ওর শাস্তি।
নিজামী তখন পরের ঘর খুলতে বললে সেখানে সে দেখলো ড.ইয়াজুদ্দিন কালো-বোর্ডের উপর ইয়েস ইয়েস লিখছে।
নরকের পাহারাদার বললো,এটাই ওর শাস্তি।
নিজামী তখন পরের ঘর খুলতে বললে সেখানে সে দেখলো, এরশাদ আর বিদিশা একসাথে......... সে এক অন্যরকম অবস্থা।
নিজামী তখন তাড়াতাড়ি বলে, আমার এটাই চাই .......... এটাই চাই।
নরকের পাহারাদার অবাক হয়ে বললো, বিদিশা তুমি আমার সাথে এসো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।