ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
গত কাল সন্ধ্যায় এক ফ্রেন্ডের সাথে ফেইস বুকে ঈদ নিয়ে কথা হচ্ছিল। কি করব,প্লান কি?কি করি ঈদে এসব নিয়ে। কি কিনলাম ব্লা ব্লা... তার সার সংক্ষেপটা আগে দিয়ে নেই।
বন্ধুর জবাবে আমার প্রথম কথাই ছিল ৩৬৫ দিনের মাঝে আমার সবচে যন্ত্রনার দিন হলো ২টা ঈদের দিন!!!শুনে তার চোখ নাকি আকাশে!জিজ্ঞাস করল কেন!বললাম...এই ২ দিন ঘুম ছাড়া আমি কোন কাজ খুজে পাই না/ভালো লাগে না। তবে স্কুল লাইফ পর্যন্ত মজা পেতাম।
পাল্টা প্রশ্ন করল কেন সালামি,ফ্রেন্ডদের নিয়া ঘুরা,শপিং খাওয়া দাওয়া কোন কিছুতেই মজা খুজে পাও না?
একটা একটা করে জবাব দিয়ে গেলাম...অনেকটা এরকম...
পা ছুঁইয়ে সালাম আমার কোন দিন ভালো লাগে না,করিও না। তাই সালামি এই জীবনে খুব কম পেয়েছি। আব্বু আম্মু যা দিত সেটাই,পা ছুয়ে সালাম করতে হবে এই জন্য সবাই যখন সালামি নিতে ব্যস্ত তখন আমি লুকিয়ে থাকতাম।
আমি সারা বছর এত ফ্রেন্ড দের নিয়া ঘুরে বেড়াই তাই ঈদে সেটা কোন বিশেষ আকর্ষনের কিছুই হয় না
শপিং আমি খুব ঝটপট আর ফিক্সড কিছু দোকানে করি তাই খুব অল্প সময়ের ব্যাপার।
খাওয়া দাওয়া কোন দিন আমাকে টানে না।
বরং জোর করে মিষ্টি খাওয়ানোর ভয়ে অনেকের বাসাতেই যাই না!
তখন বলল দোস্ত যাও এইবার তোমারে সালাম করব সালামি দিলে হয়ত মজা পাবা!
জবাব টা এমন ছিল... দেখ এখন অনেকটা বড় হয়েছি ২/৪ টা সালাম পাই। টাকা কামানো কত কষ্ট তা ছাত্র জীবনে থাকা অবস্থাতেই টের পাইছি!রোদ বৃষ্টি ঝরের মাঝে স্টুডেন্টের বাসাতে যাওয়া,মেজাজ খারাপ হবার মত হাজারটা কারন থাকার পরেও হাসি মুখে থাকা!!!সেই টাকা কাওকে দিলে খুশি হবার কোন কারন আছে বলে মনে হয় না!!!!!
বেচারি বড়ই আশাহত!!!
পরের প্রশ্ন কেনা কাটা শেষ?
জবাবে বললাম না,শুরু করি নাই!কাল যাব। পাঞ্জাবি কিনব আর অফিসের জন্য ফরমাল সার্ট।
হঠাত মনে পরে গেল!!!!!চাচা জান আমার জন্য এক জোরা নাগরা টাইপ জুতা পাঠাইসে!তাও পাকিস্তানি!!!!!
ততক্ষনে নেট গোলযোগে লগ আউট!কিন্তু আমার খুশি লগ ইন করল !!!
নিজের মনেই গান গায়ে উঠলাম মেরা জুতা হে পাকিস্তানি ........... খুশির মাত্রা এত বেশি ছিল ফেইসবুকে স্টেটাস দিয়ে দিলাম!আমার এক বন্ধু তাতে কমেন্সটস করে বসল,কিরে তোর পাকিস্তান এলার্জি কই গেল!!!!্পাকিস্তানি মাল পরবি যে? আমি তো অবাক!আরে আমার খুশির কারনটাই ও বুঝল না!!!!হাহাহাহাহা মেরা জুতা হে পাকিস্তানি .............
(আশা করি মেরা জুতা হে জাপানি সেই বিখ্যাত গানটা সবার শোনা আছে )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।