আমাদের কথা খুঁজে নিন

   

কাজটা কি ঠিক করলাম?????????? (বিড়ালছানা)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আজকে স্কুল থেকে বাসায় আসার সময় দেখলাম আমাদের বাসার সামনে একটা বাক্সে তিনটা বিড়ালের বাচ্চা।

এই অসহ্য রোদের মধ্যে যেখানে আমিও থাকতে পারছিনা সেই অবস্থায় বিড়ালের বাচ্চাগুলোকে দেখে খুব মায়া হলো। বাসায় নিয়ে আসলাম। আমার আম্মু দেখেই তুলকালাম শুরু করলো। বিড়াল, কুকুর এইসব আমার আম্মু একদম সহ্য করতে পারেনা। আমি বোঝালাম।

কিন্তু ফলাফল শূণ্য। স্কুল ড্রেস পড়েই আবার বের হলাম। ভাবলাম তাজলেনে যাই। সেখানে ফ্রেন্ডরা হয়তো কিছু একটা করতে পারবে। একদিন কোনমতে রাখতে পারলে হয়।

পরের দিন আমাদের ক্লাসের কাউকে দিয়ে দেবো। বিড়াল ছানাগুলো এত্তো কিউট!!!!! অনেকক্ষণ ধরে অনেক বন্ধুকেই সাধলাম। কিন্তু কেউ এই আপদ(!) নিতে রাজী না। এক বন্ধু সমাধান দিল। সে বললো তাদের বাসা বরাবর সামনের বাসায় অনেক গাছপালা আছে।

সেখানে ছায়ামতো। কিছু বিড়ালও আছে। সেইখানে রাখতে বললো। ও নাকি বারান্দা থেকে নজর রাখবে। ওদের বাসা তিনতলায়।

আমি সেখানেই রেখে এলাম। আর কিছু করার নেই। বেলা হয়ে যাচ্ছে অনেক। বিড়াল ছানাগুলো বাচবে নাকি জানিনা। তবে এখন খুব খারাপ লাগতেছে।

ওদের জন্য যখন কিছু করতেই পারবোনা তখন রাস্তা থেকে তুলে আনলাম কেন? এখন যেখানে রেখে এসেছি সেখানে অনেকগুলো বিড়াল আছে। আমি কালো রঙের একটা বিড়াল দেখেছিলাম। এখন দ্বিধায় আছি। বিড়াল ছানাগুলোর মা বেচে আছে নাকি বলতে পারছি না। তবে আমার মনে হয় বেচে নেই।

বেচে থাকলে বাচ্চাগুলোকে কাঠফাটা রোদের মধ্যে রেখে যেতো না। যেখানে শুধু রোদ না। কুকুরের ভয়ও আছে। আর দুষ্টু ছেলেপেলেরাতো আছেই। বিড়ালগুলো পুরো সাদা।

আর গায়ে কমলা কমলা ছোপ ছোপ রঙ। একটা বিড়ালের গায়ে কালো কালো ছোপও আছে। গায়ে যখন হাত বুলিয়ে দিচ্ছিলাম মিউ মিউ করছিল। ভূলতে পারতেছিনা এখন আর। খুব খারাপ লাগতেছে।

আমি কি ঠিক কাজ করছি? নাকি কোন ভুল করলাম? বুঝতে পারতেছি না। । । । ।

। । । । ।

। । । । ।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.