আমাদের কথা খুঁজে নিন

   

কাজটা কি ঠিক করলাম ??

চুপ করে থাকতে চাই। কিন্তু মুখ বন্ধ থাকলেও কলম ও কম্পিউটারে টাইপ করা তো আর থামাতে পারিনা। লেখালেখি করে আনন্দ পাই। তাই যা বুঝি তা লেখার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই। আরো জানতে চাইলে ফেসবুকে আসেন।

আড্ডা হবে…… adD / follow mE - https://www.facebook.com/ar.rayh কাজটা কি ঠিক করলাম ?? জামাতের ডাকা দুইদিনের হরতালের পর রাজধানীর পরবর্তী দুই দিনের ভয়াবহ জ্যামের কথা সবাই কম বেশি জানি। সেই জ্যামের মধ্যেই একটা কাজে নিউমার্কেট যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক রিকসায় এক ছেলে এক মেয়ের পিছনের দিক দিয়ে হাত দিয়ে মেয়ের কোমরের দিকে অশালিন ভাবে হাত নাড়াচ্ছে । মেয়েটি বার বার ছেলেটির হাত সরাচ্ছে কিন্তু ছেলেটি বারে বারে একই আচরন করছে...বুঝতে পারলাম,ব্যাপারটা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে করা হচ্ছে। খুব অল্প সময় নিয়ে ভাবলাম কি করা যায় ।

তারপর,রিকসার কাছে গেলাম এবং রিকসার পিছনের ফাঁক দিয়ে সজোরে ছেলেটির হাতে চিমটি দিলাম । ছেলেটি সাথে সাথে রিকসার ফুটটা ফেলে দিয়ে আমাকে খুজঁতে লাগল। কিন্তু ঐ বেটা তো জানেনা,"ঐ বেটা যেই স্কুলের ছাত্র আমি ঐ স্কুলের প্রধান শিক্ষককে প্রশিক্ষন দেই। " তারপর চোখ যতদুর পর্যন্ত যায় তাকিয়ে থাকলাম.....শালার বেটা আর অশালিন কাজ করার দুঃসাহস করেনি .......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.