আমাদের কথা খুঁজে নিন

   

যাইবার কালে পরান বন্ধু নয়ন তুলে চাইলো না!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

আমাকে ক্ষমা করবে না জানি, তবু চাইছি ক্ষমা। ক্ষমার অযোগ্য তবু চাইছি ক্ষমা। আমার ভিতরের পঁচনটাকে তুমি সুরের অঞ্জলি দিয়ে দিও ঢেকে। আমি সত্যি ক্ষমার অযোগ্য, অভাগার এই কপালে চুমু তুমি দিও ডেকে! সেদিন দুপুরে তোমার ঘুম ভাঙ্গিয়েছি আমি, দিরাইয়ের ঘুম দুপুরে! তোমার দালাল ছেলেটা সেদ্ধ করা ডিমের মতো তোমাকে পরিবেশন করেছিল আমাদের সামনে! তোমার ধ্যানী রাজ্যের স্থাবর অস্থাবর সবকিছু এখন ঐ রাক্ষসটার দখলে! রাক্ষসের হাত বদলে তুমি যদিও ঠাঁই পেয়েছিলে মানবের মনে! কে পারে হায় জীবন জাগাতে জীবনের সনে! তোমাকে নিয়ে এখন অপ্রকাশিতের ব্যবসা হবে চাঙ্গা! রিমিক্স-বাদে পুঁজির টাকা উঠে আসবে ডাঙ্গায়! তবু আমার ভিতরের পঁচনটাকে তুমি সুরের অঞ্জলি দিয়ে দিও ঢেকে। আমি ক্ষমার অযোগ্য, অভাগার এই কপালে চুমু তুমি দিও ডেকে! সম্রাট, কোথায় হারালে দীনতায় আমাকে রেখে! বি:দ্র: বাউল সম্রাটের সাথে আমার দেখা হয়েছিল ২০০৮ এর শুরুর দিকে।

এন টি ভির একটা প্রোগ্রামে দিরাই গিয়েছিলাম। দুপুর বেলা সম্রাট অসুস্থ অবস্থায় উঠে এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্যে। স্মৃতিবিভ্রাটের পরও দুই লাইন গান গেয়ে শুনিয়েছিলেন । আর ওদিকে তার শিষ্য বন্ধুরা একের পর এক গান গেয়ে শুনিয়েছিলো আমাদের, একদম গুরুর শেখানো শুদ্ধতাকে প্রাণ পণে ধারণ করে। পুরো দিরাই এভাবেই বাউল সম্রাটের শুদ্ধতাকে ধারণ করে আছে।

আজ আমি খুবই ব্যথিত। লালনকে আমরা কয়েকটা প্রজন্ম দেখিনি, শুধু গান শুনেছি। আমি ভাগ্যবান, বাউল সম্রাট শাহ আবদুল করিমের সান্নিধ্য পেয়েছি এবং আশা করি প্রজন্মান্তরে মহান এই স্রষ্টা বাউল সম্রাট হয়েই বেঁচে থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.