যাইবার কালে ডাক দিলি কে এ এ.....
আগে ভাগে কৈলে মনা যাইতাম আমি পরে
আজরাইলর খারাই আছে দুয়ারেতে কেমনে তারে ঠেকাই
পাঙ্গাস মাছ মিষ্ঠি কুমড়া সালুন রাইন্ধলি আইজকা
এত মায়া এত বছর উঠাই থুইলি কেঁ
আগে জাইনলে কইলজার ভিতর রাখতাম তরে দিন ভর
চোখের ফানি মুইছা তোর হাত খান দে হাতে এইবার
শেষবার ছুয়ে দেখবার মন চায় ময়না আছিলো আমার একখান
তোর আগে যামু এই কথা দিছিলাম বয়স কালে সেই কথাই রাখলাম
কান্দস কেনে পরান পাখি হাঁসতে হাঁসতে আমি চললাম
আজরাইল সালাম দিসে রু ধৈরা টান দিবো তুই মনা কান্দিসনা
পরোকালে মিলন হবে কথা আমি দিলাম
মনা এইবার যে যাইতে হয় বিদায় আমি নিলাম
যাইবার কালে বাঁধিস না গো এইবার আমি চললাম
বিদায় কালে ভুল সুল খেমা দিস পারলে
জানটা যাইতে কষ্ট কিসু কম হবেরে
লা ইলাহা ইল্লালাহ .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।