আজ ও নিজের মাঝে অসাধারণের ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারনরুপে আবিষ্কার করি । মন্দ কি ভালই তো আছি । গত দুইদিন ধরে ফেসবুকে আমার সব এক্টিভিটিস শাহবাগ কেন্দ্রিক হয়ে গেছে। ব্যাপারটাকে যত বেশি পরিমাণ মানুষের নজরে আনা যায় সে চেষ্টাই করে গেছি। কিন্তু কাছাকাছি থেকেও সেখানে না যেতে পারার ব্যাথাটা প্রতিবারই আঘাত করছিল।
এর পিছনের কারণটা একটু পরেই স্পষ্ট হবে। কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে গতকাল রাতেই ফ্রেন্ডদের সাথে কথা বলে সব ঠিক করে ফেলি। ওদের ক্লাস থাকায় রওনা দিতে হয় দুপুর ২ টায়। ফোন চলে আসায় খাওয়া, গোসল না সেরেই বেরিয়ে পড়ি। গাড়িতে বসেই স্ট্যাটাস মারি আর ঘরে বসে থাকতে না পেরে শাহবাগের পথে।
স্ট্যাটাসটা দিয়েই মাথায় এল আমিতো চাচার থাবা থেকে পালিয়ে আন্দোলনে যাচ্ছি। ফেবুতে আমার এক ভাই আছে সে যদি এই স্ট্যাটাস দেখে তবে নির্ঘাত চাচারে জানাই দিবে!এমনি বাসা থেকে ১৪৪ ধারা জারি যেন ভার্সিটির বাইরে কোথাও না যাওয়া হয়। বাবা মায়ের মন বলে কথা। তার উপর মহান একমাত্র পোলা হওয়ার পেরা তো আছেই!তবুও ভাবলাম বিকালের দিকে চলে আসব তাই আর মাথা ঘামালাম না। কিন্তু এমন আন্দোলন থেকে কি বললেই চলে আসা যায়?মশাল মিছিল করা থেকে কোন কিছুই বাদ রাখিনি।
সন্ধ্যার দিকে ব্যাক করব বলে ঠিক করি কিন্তু তখনই আমাদের ভার্সিটির একটা গ্রুপ আসে। আর আসা...!শ্লোগান দিতে দিতে সবার গলার অবস্থা খারাপ, পানি খাওয়ার জন্য একটু সামনে আগাই। কিন্তু এ কি দেখছি আমি!!!!আমার ভাই সামনে দাঁড়িয়ে আছে!!উল্টা আমারে বলে চাচারে যেন না কই সে যে আন্দলনে আইছে!!!আমিও আমার কাহিনী বলে দুইজনই হাসছি। এই হচ্ছে অবস্থা। বলা যায় না কোন দিন না চাচার সাথেই প্রজন্ম চত্বরে দেখা হয়ে যায়!!!!স্পষ্টই বুঝা যাচ্ছে জনতার আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বস্তরে।
সবার দাবি একটাইঃ
"ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।