আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিস্নাত বিকেলে ভালোলাগা সদ্যপরিচিত কিশোরী যখন পরদিন ইউনিতে..........

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

অনেক অনেক বছর আগের কথা, কেবল ইন্টার পাশ কর্ছি, দ্যাকতে ব্যাপক ছুডুমানুষ চিহারা , ক্লাসমেট মাইয়াগো কলেজে আন্টি কৈলেও মাইন্ড খাইতো না, দ্যাক্লে সবাই জিগাইতো কবে ম্যাট্রিক দিমু, মানে সোজা ভাষায় ইজ্জতের ব্যাপক ফালুদা মার্কা চেহারা আরকি। কপাল জোরে একটা ইউনিতে চান্স পাইলাম, কেলাস ও করি, বৈকালে কাল্লুমামার সাইবার ক্যাফেতে বৈসা হ্যাকিং প্রাকটিস করি (গুপন কথা, কাউরে কওন যাইবো না)। যাউকগা, আসল কথায় আসি এইবার। এক ব্যাপক মন উদাস করা বর্ষায় রুমাল্ঠিখ মেঘলা বৈকালে আমি আর মজনু মামা (ছদ্ম নিক) ক্যাফেতে বৈসা আছি, ঝিরঝির বৃষ্টির পর্দা ছিঁড়া এক কিশোরীর আবির্ভাব দর্জায়। আমার মনে লৈল মেঘের ভেলায় চৈড়াবর্ষার বৈকালে কোন পরী আইসা নাজেল হৈছে।

মজনু মামু তার নিকের স্বার্থকতা অলওয়েজ রক্ষা করেন, যে কোন মাইয়া দ্যাক্লেই উনি নির্বাক, ইনারে দৈখা তো পুরা পাত্থরের স্টাচ্যু হৈ থাকলেন চিয়ারে, যেন সুপার গ্লু মাইরা কেউ উনারে চিয়ারের লগে আটকাইয়া রাকছে। "ক্যাফে কি খোলা?" সুন্দরীর প্রশ্ন। মামুর হাল্কা পাতলা হার্ট এ্যাঠাখের দশা (পরে কৈছিলেন) আমি তড়াক কৈরা উইঠা খাঁটি বরিশাইল্যা ভাষায় কৈলাম, "হ," কইণ্যা কেন জানি আমার উপরে বড়ই সদয় হৈয়া গপসপ শুরু কর্লেন সার্ফিং এর পাশাপাশি। তিনি : তুমি কি স্টুডেন্ট? আমি : জ্বী (মনে মনে শংকিত খোকাবাবু চেহারার লাইগ্যা, ইজ্বতের ফালুদা মনে লয় আসন্ন) তিনি : (একটা বয়জ স্কুলের নাম) ঐখানে পড়ো? আমি : না, ভার্সিটিতে। (গলায় বেশ ভাব , "কত্ত বড় হৈছি, ইউনিতে পড়ি টাইপ") তিনি : ও, তোমাকে অনেক বাচ্চা মনে হয় (ব্যাপক হাসি) আমি: হুম (গলায় বজ্রপাত, ইজ্তের ফালুদা ঠেকানির লাইগ্যা।

) তিনি : কোন ডিসিপ্লিন? আমি : (কৈলাম ডিসিপ্লিনের নাম) তিনি : ও! আমি : তুমি? (আমারে তুমি কস! এত্ত বড় সাহস! আমিও তুমি কৈলাম ) তিনি : নাম কি তোমার? আমি : (কৈলাম নাম) তোমার নাম? তিনি : ফার্স্ট ইয়ার? (খাইছে! এ দেখি জব না দিয়া উল্ডা কুয়েচ্চেন মারে! ) আমি : হ (আবার ভাব) তিনি : শোনো, আমার ইমেইল আর পাসওয়র্ড রেখে যাচ্ছি, মেইলের রিপ্লাই আসবে, প্রিন্ট করে কাল ক্লাসে নিয়ে এসো। কাল তোমার কাছ থেকে নিয়ে নেব। আমি : আমি তোমার পাসওয়ার্ড কেন রাখবো! তিনি: একটা জরুরি মেইলের জবাব আসবে, প্রিন্ট করে রেখো, কাল নিয়ে এসো ক্লাসে। এতখুনে মজনুমিয়া নিজেরে সামলাইছে, উইঠা ব্যাপক ইশঠাইলে কৈল, "সমস্যা নাই, আমি পাঠায়া দেবো ওর কাছে কাল। " মাইয়া বিল দিয়া, আমাগো দোকানের একটা কার্ডের পিছে নিজের ইয়াহু লগিন আইডি আর পাসওয়ার্ড লিখা আমারে দিয়া চৈলা গেলো।

যাওনের পরে মামু কৈল, "বাবা কানাইলাল (আমি চশমা পর্তাম পুরা হাবাল টেলিস্কোপ সাইজের), মাইয়া তোমার ক্লাসের, নো ডাউট, চামে খাতির কৈরা রাখো, কামে দিবো। " আমিও দ্যাক্লাম, খারাপ না! সকালে প্রিন্ট নিয়া দৌড়াইলাম ক্লাসে। কয়েক প্রিয়ড পর, মাইয়া ব্যাপক দিলখোশ শাড়ী পৈরা ক্লাসের দরজায়। আমার হার্টবিট মিস কর্লো কয়ডা, কইণ্যার হাতে এ্যাটেন্ডেন্স খাতা দেইখা! স্ট্রোক এর কাছাকাছি, কইণ্যারে টিচারের টেবিলে খাতাপত্তর রাইখা, ডায়াসে খাড়াইতে দেইখা। জলতরঙ্গ বাজনা শুরু, "ডিয়ার স্টুডেনট্স, আই এম ওমুক, আই উইল গাইড ইউ.... ব্লা ব্লা ব্লা...." ইন্ট্রোর পরে, চেয়ারে বইতে বইতে কুয়েচ্চেন, "শাহরিয়ার????" আমার বুক ভাইঙ্গা আর্তনাদ, "প্রেজেন্ট ম্যা'ম..." (পোষ্টে ভদকার ছবি কেমনে আইলো! এডিট করলে কোন ছবির লিংক পাইনা! সামুতে এত বাগ কেন!)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।