পিছনের পায়ের ছাপের রেখাটা র্দীঘ আর অস্পষ্ট হয়ে আসছে... ক্রমশঃ...
"ইনকাদাতে" জাপানের আওমরি প্রিফেকচার-এর একটি গ্রামের নাম। মাত্র ৮৭০০ জন লোকের এই গ্রামটি একটি বিশেষ কারণে সাড়া পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। সেটি হলো ধানক্ষেতের ছবি। না, কৃষকেরা এই ছবি তৈরীতে কোন রং ব্যবহার করেনা। আসলে এই চিত্রকর্মের মূলে যে বিষয়টা আছে, তা হচ্ছে বিভিন্ন রংয়ের ধানের ব্যবহার।
এই গ্রামটির কৃষকেরা ১৯৯৩ সাল থেকে তাদের জমিতে বিভিন্ন রংয়ের ধান লাগিয়ে ধানক্ষেতটিকে একটি ছবির মতো করে তোলে। কৃষকেরা সাধারণতঃ হালকা বেগুনী এবং হলুদ পাতার (কোদাইমাই ধান) ধানের সাথে লোকাল গাঢ় সবুজ রংয়ের (সুগারু রোমান ধান) যে ধান আছে তা ব্যবহার করে। যখন বিভিন্ন রংয়ের ধানগাছগুলো বড় হয় তখন পুরো মাঠ জুড়ে ফুটে উঠে আর্শ্চযজনক এই ছবি। প্রতি বছরই ছবির বিষয়বস্তু পরিবর্তন করা হয়। যেমনঃ এবছর করা হয়েছে অশ্বারোহী যোদ্ধার ছবি।
আর এ ছবি দেখতে সাড়া পৃথিবী থেকে ছুটে আসে মানুষ। গত বছর এসেছিলো প্রায় ১,৫০,০০০ জন। প্রতি বছর মে মাসের দিকে এই চিত্রর্কমটি শুরু হয়। আর ধান কাটা হয় সেপ্টেম্বর মাসে। এবছরের মূল ছবিটি আসলে দুইটি ভাগে বিভক্ত।
একটি হচ্ছে জাপানের সেনগাকু পিরিয়ডের অশ্বারোহী যোদ্ধার ছবি ও অপরটি হচ্ছে অশ্বারোহী নেপোলিয়নের ছবি।
সেনগাকু পিরিয়ডের অশ্বারোহী যোদ্ধার ছবি...
ছবিটি কাছ থেকে দেখলে যেমন মনে হয়...
আরো কাছ থেকে...
অশ্বারোহী নেপোলিয়নের ছবি...
২০০৭ সালে জাপানের বিখ্যাত দুইটি হকুসাই চিত্রের আদলে করা হয় এই ধানক্ষেতের চিত্রর্কমটি। সত্যিকারের হকুসাই ছবি দুইটি...
এতে চারটি ভিন্ন জাতের ধান ব্যবহার করা হয়। চলুন তাহলে দেখে আসি সেই বিখ্যাত কাজের কিছু মুহুর্ত্ব...
সকলে ধান লাগানোয় ব্যাস্ত...
লাগানোর পর ক্ষেত...
আস্তে আস্তে ভেসে উঠছে ছবি...
আরো একটু স্পষ্ট...
পুরোটাই...
ফসলের ক্ষেতে ফুটে উঠলো - The Great Wave of Kanagawa
জমিটার অন্যপার্শ্বে করা হয়েছিলো জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির ছবি...
দুটো জমিই পাশাপাশি...
২০০৭ সালের সেই ছবির ধান কাটার জন্য প্রায় ৯০০ জন স্বেচ্ছাসেবক যোগ দেয়। ছবি...
ইনকাদাতে গ্রামের ২০০৬ সালের চিত্রর্কমটি...
ইনকাদাতে গ্রামের ২০০৫ সালের চিত্রর্কমটি...
ইনকাদাতে গ্রামের ২০০২ সালের চিত্রর্কমটি...
এই ইনকাদাতে গ্রামের দেখাদেখি জাপানের অন্যান্য বেশ কিছু গ্রামেও এবিষয়টি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রচলন শুরু হয়েছে ইয়ামাগাতা, আইচি প্রিফেকচারে। ইয়ামাগাতা প্রিফেকচারের ২০০৭ সালের চিত্রটি...
এবং ২০০৬ সালের চিত্রটি...
ইয়ামাগাতা-র আরেকটি ছবি...
আইচি প্রিফেকচারের ২০০৫ ও ২০০৬-এর চিত্র...
কৃষকেরা মাঠে মোনালিসাকেও একেঁছিলো...
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কৃষকেরা এই ছবিটি তৈরী করতে কোন আধুনিক টেকনোলজি ব্যবহার করেন না। চিত্রকর্মের এই বিষয়টি দিন দিন হয়ে উঠছে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি...
(এবছর কিন্তু এখনো ধান কাটা হয়নি। তাই যদি দেখতে চান চলে আসুন ইনকাদাতে গ্রামে। ) সবাই ভালো থাকবেন...
(তথ্যসূত্রঃ ইন্টারনেট)
কৃতগ্গতা স্বীকারঃ এই পোষ্ট দিতে পারার মতো বিষয় সৃষ্টির জন্য আন্তরিক ভাবে ইনকাদাতে গ্রামের কৃষকদের সহ সারা বিশ্বের সকল কৃষকদের কাছে কৃতগ্গতা প্রকাশ করছি।
আর এই পোষ্টের সকল "+" তাঁদের জন্য উৎসর্গকৃত... (আর যদি কোন "-" আসে তবে তা একান্তই লেখকের)
আগের পর্বঃ
প্রবাসের পথে... (১) ওসাকার অলিগলি...
প্রবাসের পথে... (২) জাপানের ঐতিহ্য...
প্রবাসের পথে... (৩) জাপানীজ কিমোনো...
প্রবাসের পথে... (৪) জাপানীজ সুসি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।