ঢাকার এক বন্ধুর খুব আগ্রহ ঈদ নিয়ে , আমরা প্রবাসীরা কিভাবে ঈদ করি । ওকে উত্তর দেয়ার পরই মনে হলো একটু যেন বাড়িয়ে বলেছি । এখানেও আনন্দ আছে । দেখুন আমাদের ঈদের সুবিধা :
ক. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন , কথাই নেই । অন্তত বউয়ের ঘ্যানড় ঘ্যানড় থেকে বেচে যাবেন ।
কারন ওনিও এখানের সেনসভেরি কিংবা ট্রেক্সকোর কাজের গুতো খেয়ে ভুলতে বসবে ...ঈদ আসন্ন ।
খ. অবিবাহিত হলো আপনার সুবিধা অনেক । সকাল বেলা ঘুম ছেড়ে অন্তত টয়লেটে লাইন দিতে হবে না । ...ঈদের নামাজ মিস হয়ে যাবার ও ভয় নেই । কারন সারারাত কাজ করে এসে ঘুমের মধ্যেই আপনি নামাজ নামাজ আবেশে সিক্ত হতে পারেন ।
গ. মেয়েদের জন্য এখানকার ঈদ খুবই স্বাস্থকর । পাশের বাড়ির ওর সাথে আপনার কম্পিটিশন নিয়ে কোন ভেজাল নেই । কারন আপনার পাশে বাড়ি এখানে ঠিই আছে কিন্তু বাড়ির মানুষ ....ডুমুরের ফুল ।
ঘ. আমার যে সুবিধা ...ঈদের দিনে বারবার পানজাবি আইরন করার জামেলা থেকে মুক্ত .....
ঙ. ঈদ শপিং নিয়ে নির্ঘুম রাত এখানে অন্তত কাটাতে হয় না । ভয় নেই দূষিত পোঁড়া ডিজেলের গন্ধ এখানে অন্তত আপনার মেজাজ তিরিক্কি করবে না ।
চ. এখানে রিটার্ন ট্রিকেট এর জন্য লাইন ধরতে হয়না । কারন বাড়ি ফেরা তাড়া নেই আপনার । ....অনেকদুর ।
....তারপরও প্রবাসের ঈদের আনন্দ এখানকার জীবনের ব্যাকরনে খুজে পাওয়া মুসকিল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।