আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসের ঈদ - এক কষ্টের ঢেকুর উঠা দিন।

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

লক্ষ বাঙালী আজ বিভিন্ন প্রয়োজনে প্রবাসে জীবন যাপন করছেন। দেশের জন্য মূল্যবাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বেগবান করছেন। বছর ঘুরে তাদের জীবনেও ঈদ আসে। কেমন কাটে তাদের ঈদের দিনটি ? যারা পরিবার পরিজন, আত্মীয়- বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে প্রবাসে একলা ঈদের দিনটি পালন করেন? কপালের লিখনে বলি আর যাই বলি সময়ের প্রবাহে আমিও আজ নিজেকে আবিষ্কার করি প্রবাসী হিসেবে। বাবা-মা, ভাইবোন, বন্ধু-বান্ধব সর্বপরি নিজের প্রানপ্রিয় জন্মভূমি থেকে হাজার মাইল দূরে অনেকেই আজ আমার মতো প্রবাসী।

কেমন কাটে আপনার প্রবাসের ঈদের দিনটি? হয়তো আনন্দে, হয়তোবা কষ্টে। যেভাবেই হোক শেয়ার করুন আপনার মতোই আর একজন প্রবাসীর সাথে, দেশে যারা আছেন তাদের সাথেও বা নয় কেন! ঈদের দিনটি প্রবাসে আপনার কেমন কাটে? আমার দেখা প্রবাসের ঈদের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি ঃ প্রবাসের ঈদ এমন একটা কষ্টের দিন যেদিন চোখে পানি ধরে রাখা কষ্টকর হয়ে যায়। বিশ্বের প্রধান মুসলিম দেশ হলেও সৌদি আরবের নাগরিকদের সাথে নন-আরব প্রবাসীদের ভ্রাতিত্ববোধ, সৌহার্দ্য প্রকাশ শূণ্যের কোঠায়। তাঁরা প্রবাসীদের থেকে নিজেদের আলাদা ও শ্রেষ্ঠ ভাবতে পছন্দ করে। তাদের সাথে প্রবাসীদের সামাজিক সম্পর্ক ঈদের দিনগুলোতেও দেখা যায় না।

সামাজিক আচাঁর অনুষ্ঠানে প্রবাসীরা অনেকটা একঘরে। প্রবাসের ঈদ প্রায় বাঙালী প্রবাসীর কাটে আনন্দহীন শুকনো ভাবে। খুব ভোরে (ফজরের নামাজের আধঘন্টা পর) এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পর বাঙালীরা নিজেদের মধ্যে সামান্য মিষ্টি বা ঝাল কিছু তৈরী করে কেউ বা ঈদের সেমাইটা বাঙালি রেষ্টুরেন্টে গিয়ে কিনে খায়, তারপর হয়তো কেউ দেশে ফোন করে কথা বলেন প্রিয়জনের সাথে, কেউ বা নিভৃতে বসে নিঃশব্দে চোখের জল ফেলেন, কেউ হয়তো ঢুকরে কেঁদে উঠেন, অনেকের কান্না সংক্রামিত হতে দেখা যায় পাশের রুমের প্রবাসীকেও। কি ভীষন কষ্টের একটি দিন।

কে বলবে আজ ঈদ! এমন দিন যেন চরম শত্রুকেও কেউ না দেয় এই আশাটাই সবাই করে এই দিনে। দেশে কাটানো ঈদগুলো তখন এক একটা স্বর্ণালী মূহুর্ত হয়ে চোখের সামনে ভাসে। তবুও আশা করব যে যেদেশেই আছেন সবার ঈদ আনন্দময় হোক, ঈদের দিন প্রিয়জন পাশে থাকুক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।