বহুকাল আগের কথা,এক দরবেশের কাছে দুইজন আগন্তুক একই সমস্যা নিয়ে দেখা করতে এল। তাদের চোখে মুখে সবসময় একধরনের আক্রমনাত্মক ভংগি ও রাগ প্রকাশ পাচ্ছিল। তারা বলল যে তাদের মনে একটুও শান্তি নেই,তারা আশপাশের মানুষের সাথে ভালভাবে মিশতে পারে না।
তাদেরকে কেউ পছন্দ করে না কেননা তারা সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে,মানুষের উপরে অত্যাচার করে। রাগ,হিংসা,প্রতিশোধ তাদের নিত্যদিনের সাথী।
তারা ভাল মানুষ হয়ে যেতে চায়। কিন্তু কিভাবে হবে তা বুঝতে পারছে না। তাই দরবেশের কাছে আসা।
দরবেশ তাদের প্রত্যেককে একটা করে লাঠি দিয়ে বলল,"এখন থেকে এই লাঠি নিজের সাথে রেখ এবং এটাকে সবসময় ভাল কাজে ব্যবহার কর। আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।
তিন মাস পরে আমার সাথে আবার দেখা কর। "
লোক দুজন তাদের লাঠি নিয়ে চলে গেল তাদের নিজ নিজ এলাকায়। তিন মাস পরে তারা দুজন আবার দরবেশের সাথে দেখা করতে এল। ১ম জনকে দেখা গেল অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। কিন্তু ২য় জনকে হাসিখুসি অবস্থায় পাওয়া গেল।
১ম জন (রাগতস্বরে দরবেশকে):কি লাঠি দিলেন?আমার তো লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি।
দরবেশ: তুমি লাঠিটা ভাল কাজে ব্যবহার করেছো তো?
১ম জন: হ্যা করেছি।
দরবেশ:কিভাবে করেছো?
১ম জন:আমি এই লাঠি দিয়ে যখনই আমার আশপাশের যাদেরকে খারাপ বা বেঠিক কিছু করছে বলে মনে হয়েছে তাদেরকে শাস্তি দিয়েছি। এভাবে আমি ভাল কাজে লাঠিটি ব্যবহার করেছি।
দরবেশ (২য় জনকে):তোমার অবস্থা কি?
২য় জন:আপনার লাঠি আমার বেশ কাজে এসেছে।
আমি এখন বেশ ভাল আছি।
দরবেশ: কিভাবে কাজে এসেছে?
২য় জন: আমি নিজে যখনই কোন খারাপ কাজ করেছি বলে মনে হয়েছে তখনই আমি এই লাঠি দিয়ে নিজেকে আচ্ছামত শাস্তি দিয়েছি। এভাবে আমি নিজেকে নিয়ন্ত্রন করে আজ বেশ ভাল অবস্থায় আসতে পেরেছি।
দরবেশ: তোমাকে ধন্যবাদ। তুমি ঠিকভাবে লাঠিটি ব্যবহার করেছো ঠিক যেভাবে আমি চেয়েছিলাম।
কিন্তু অন্যজন পারেনি।
তারপর দুজনের উদ্দেশ্যে:আমি তোমাদেরকে লাঠি দিয়েছিলাম নিজের কোন খারাপ কাজে যেন সেটা দিয়ে নিজেকে শাস্তি দিতে পার। অন্যের খারাপ কাজে শাস্তি দেয়ার কাজে ব্যবহার করার জন্যে নয়। একজন সেটা ঠিকভাবে করতে পেরেছো,অন্যজন পারোনি,অথচ যদিও তোমাদের সমস্যা ও তোমাদের প্রতি আমার সমাধান একই ছিল।
আমরা মানুষেরা প্রতিনিয়তই এরকম অনেক ভুল করছি।
আমরা যখন নিজেকে শোধরানোর কোন পরামর্শ বা উপায় খুজে পাই,তখন ভুলে আমরা অন্যকে শোধরানোর কাজে সেই উপায় ব্যবহার করতে শুরু করি। এতে আমাদের নিজেদের সমস্যা তো কমেই না বরং আরো বেড়ে যায়। পাশাপাশি অন্যকেও আমরা আরো সমস্যায় ফেলে দেই।
গল্পটি কলেজে পড়ার সময় শুনেছিলাম। আজ হঠাৎ মনে পড়ে গেল।
তো গল্পটা কেমন লেগেছে আশা করি তা এখানে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।