১৫
একজন রমণী বলল, দুঃখযন্ত্রণা সম্পর্কে আমাদের তুমি কিছু বল
এবং সে বলল :
তোমাদের বোধবুদ্ধি যে কোরকে উপ্ত তাকে নিঙরেই তোমাদের দুঃখযন্ত্রণার প্রকাশ
প্রস্তরকঠিন ফল ভেঙ্গে বীজহৃদয় যেমন সূর্য্যবীর্য্যে নিষিক্ত হয় তেমনই তোমাদের আর্ত যন্ত্রণার আত্মপ্রকাশ।
তোমাদের প্রাত্যহিক জীবনরহস্যে তোমাদের হৃদয় কি বিষ্ময়ে আত্মহারা হয়? ঠিক তেমনই তোমাদের দুঃখযন্ত্রণার আর্তি তোমাদের আনন্দসুখের চেয়ে কেনই বা কম বিষ্ময়কর হবে?
তোমাদের চতুস্পার্শ্বের ভূমিক্ষেত্রের ঋতু আবর্তনের মতন তোমাদের হৃদয়ের ঋতুর অভিবর্তনে তোমরাও তেমনই সহজে আবর্তিত হবে
এবং দুঃখশোকের শীত তেমনই সহজে প্রশমিত হবে ঠিক তোমরা দেখবে।
তোমাদের দুঃখযন্ত্রণার অনেকাংশই তোমাদের স্বেচ্ছাপ্রণোদিত
তোমাদের অসুস্থ সত্তা হাকিমবৈদ্যর বিষৌধি বিধানেই হয় প্রশমিত
তোমরা তাকে বিশ্বাস করবে, নীরব প্রশস্তিতে তার দ্রব্যগুণ পান করবে।
তার হাত রূঢ় অঙ্কুশ হলেও তা তো সেই অদৃশ্য আলোকেতিশ্বরের সুকোমল করপুটের তলবে
তিনি যে পানভাণ্ডে পান করান তাতে তোমাদের ওষ্ঠ দগ্ধ হলেও
সেই কুম্ভকারের ইচ্ছায় গড়া যার মাটী সিক্ত নিষিক্ত তাঁর পবিত্র অশ্রুজলেও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।